ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত বাংলাদেশের, জানালো আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত বাংলাদেশের, জানালো আইসিসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২০১৭ সালের ১ থেকে ১৮ জুন পর্যন্ত  ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি কর্তৃক আয়োজিত এই ওয়ানডে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিতের ঘোষণা দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির নিয়ম অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওডিঅাই টিম র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল চ্যাম্পিয়নস ট্রফিতে ‍অংশগ্রহণ করবে। একইভাবে ২০১৭ সালের একই তারিখে র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বর্তমানে ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সাত। ঘরের মাঠে পাকিস্তানকে হোম সিরিজে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে আটে উঠে আসে টাইগাররা। পাকিস্তানের পর ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ হারিয়ে সাত নম্বর ‍অবস্থান নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের ওপরে থাকা ছয়টি দল যথাক্রমে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আট নম্বরে থাকা পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের আসর মাতাবে।

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাড় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাংঙ্কিংয়ে তারা আছে নবম স্থানে।

এই টুর্নামেন্টের প্রথম আসরের আয়োজক ছিল বাংলাদেশ। ১৯৯৮ সালে আইসিসি নকআউট বিশ্বকাপ নামে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট চালু করে আইসিসি। ২০০০ সালে এর আয়োজক ছিল কেনিয়া। দুই বছর পর টুর্নামেন্টের নাম পাল্টে নামকরণ করা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া দলগুলো হলো: অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা, ইংল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।