ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গোলাপি বল আর কিউই সিরিজে চোখ অজিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
গোলাপি বল আর কিউই সিরিজে চোখ অজিদের ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে আসছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও সেই আশ্বাসে সাড়া দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দল।

খবরটি পুরোনো। বাতিল হওয়ার পর্যায়ে থাকা সিরিজটি নিয়ে শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।

অজিদের জনপ্রিয় সংবাদমাধ্যমগুলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে লিখতে গিয়ে দেশটির দুই সাবেক ক্রিকেট কিংবদন্তি অ্যালান বোর্ডার আর জিওফ লসনের কিছু উদ্ধৃতি দিয়েছে। যা পর্যালোচনা করে দেখা যায়, অজিরা নিজেদের গোলাপি বলে মানিয়ে নিতে আর আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়েই বেশি মনযোগী।

নভেম্বরের ২৭ তারিখ থেকে অ্যাডিলেড ওভালে কিউইদের বিপক্ষে মাঠে নামবে অজিরা। সেখানে প্রথমবারের মতো গোলাপি বলে দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার জানিয়েছেন, টেস্ট ক্রিকেটারদের এখন ক্রিকেটের দিকেই মনযোগ দেয়া দরকার। যারা রাজ্য দলের হয়ে খেলতে চায়, তারা সে দলগুলোতে খেলবে। আর যারা ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচ খেলতে চায় তারা প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলবে। ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে হবে।

বোর্ডার আরও যোগ করে বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট হবে। অনেকেই সেটার সঙ্গে পূর্বপরিচিত নয়। তাই কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। ক্রিকেটাররা যদি প্রস্তুতি ম্যাচে গোলাপি বল ব্যবহার করে, তাহলে সিরিজের আগেই আরো ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। ক্রিকেট অস্ট্রেলিয়া সেটির ব্যবস্থা করবে।

এদিকে, নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচ জিওফ লসন জানিয়েছেন, অক্টোবরের ২৭ তারিখ সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির শেফিল্ড শিল্ড ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় দলের টেস্ট ক্রিকেটাররা থাকবেন। ক্যানবেরার আরেকটি ম্যাচও হবে দিবারাত্রির। দুটো ম্যাচেই গোলাপি বল ব্যবহৃত হবে। ক্রিকেটাররা ম্যাচগুলোতে অংশ নিলে গোলাপি বলের সঙ্গে মানিয়ে নিতে পারবে।

তিনি আরও যোগ করে জানান, নিউজিল্যান্ডের পেস অ্যাটাক সামলানোর জন্য গোলাপি বলের উপর নিয়ন্ত্রণ নেওয়ার বিকল্প নেই। এ মুহূর্তে টেস্ট অজি ব্যাটসম্যানদের গোলাপি বলে প্রস্তুতি নেওয়ারও বিকল্প নেই। যদি ক্রিকেটাররা মনে করে ব্যাটিংয়ে অতিরিক্ত শট নেওয়ার প্রয়োজন হবে, তবে অবশ্যই তাদের প্রধানমন্ত্রী একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে নামতে হবে।

আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশ সফর বাতিল করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাতিলেরই আশঙ্কা জাগিয়ে দেশটির ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে থাকা টেস্ট স্কোয়াডের খেলোয়াড়দের রাজ্য দলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেখান থেকে তারা কেউ কেউ যোগ দেবেন প্রধানমন্ত্রী একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।