ঢাকা, সোমবার, ১১ কার্তিক ১৪৩২, ২৭ অক্টোবর ২০২৫, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশের জন্য অজি দলপতির সমবেদনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, অক্টোবর ২, ২০১৫
বাংলাদেশের জন্য অজি দলপতির সমবেদনা স্টিভেন স্মিথ

ঢাকা: ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর স্থগিত করায় হতাশা নেমে এসেছে দেশের ক্রিকেটে। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পরও বাংলাদেশ সফরে আপাতত আসছে না অজিরা।

আসা হচ্ছে না মাইকেল ক্লার্কের পর দায়িত্ব কাঁধে নেওয়া অজিদের নতুন অধিনায়ক স্টিভেন স্মিথের। আর তাতে বেশ হতাশ অজি দলপতি।

দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্যদের গত সোমবার বাংলাদেশে আসার কথা ছিল। ছয়দিনের অনেক আলোচনা-সমালোচনার পর ডিএফএটি এবং এএসআইওর সঙ্গে বৈঠকের পর ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধান্ত নেয়, এ সময়ে বাংলাদেশ সফর তাদের জন্য নিরাপদ নয়। ফলে, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের বেশ বড় একটা ধাক্কাই খেতে হয়। কারণ জমজমাট একটি লড়াই দেখার প্রত্যাশায় বুক বেঁধেছিল দেশের ক্রিকেট প্রেমীরা।

এ নিয়ে মুখ খুলেছেন স্বয়ং অজি দলপতি। স্মিথ জানান, ক্রিকেটারদের নিরাপত্তাই সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল। এ মুহূর্তে সফরটি আমাদের জন্য নিরাপদ ছিল না। এটা আমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ ছিল। নতুন চেহারার দল আর নতুন খেলোয়াড়দের নিয়ে আমরা সেখানে খেলার জন্য উদগ্রীব ছিলাম।

বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষের স্মিথ সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আমাদের যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল। তাদের জন্য এটা সত্যিই হতাশাজনক। আমি তাদের দুঃখ বুঝতে পারছি। তারা আমাদের খেলা দেখার অপেক্ষায় ছিলেন। আশা করি একসময় সেখানে যাওয়ার সুযোগ পাব।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আসার কথা ছিল টিম অস্ট্রেলিয়ার। তবে, নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের সফর বিলম্বিত হয়। নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা যায় কী না সেই ইস্যুতে গত রোববার থেকেই দফায় দফায় বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেন শন ক্যারলের নেতৃত্বে আসা ৫ সদস্যের অজি নিরাপত্তা বিশেষজ্ঞরা।

অস্ট্রেলিয়া দলকে ভিভিআইপি নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত বাংলাদেশে না আসার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

ফলে, বাংলাদেশের ক্রিকেট যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর স্থগিতের সিদ্ধান্ত ক্রিকেটের আকাশে কালো মেঘ জমিয়ে দিল।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৫
এমআর

** তারপরও আশাবাদী বিসিবি সভাপতি
** অজিদের না আসা সত্যিই দুঃখজনক: পাপন
** সফর স্থগিত করলো অস্ট্রেলিয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।