ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া আসলে ভাল হতো

স্পোর্টস করোসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
অস্ট্রেলিয়া আসলে ভাল হতো ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তা ইস্যুতে অস্ট্রেলিয়া সফর বাতিল করায় টাইগাররা কিছুটা হলেও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মনে করেন, বিসিবি’র টুর্নামেন্ট কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক, আকরাম খান।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি একথা বলেন।



অস্ট্রেলিয়া সফর বাতিলের নেতিবাচক দিক প্রসঙ্গে বলতে গিয়ে, তিনি উল্লেখ করেন, ‘ঘরের মাটিতে ওয়ানডে ফরমেটে গেল চারটি সিরিজে টানা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। কিন্তু এখন পর্যন্ত টেস্টে তাঁদের পারফরম্যান্স ততটা আশা জাগানিয়া নয়, তাই অজিরা সফরে এলে টেস্ট ফরমেটেও আরও ভাল করতে পারতেন সাকিব, মুশফিকরা। তাই অস্ট্রেলিয়া এলে আমাদের ক্রিকেটের মান আরও ভাল হত।

এদিকে, আজ সকাল থেকে মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় পর্বের খেলা। আর এই টুর্নামেন্টে জাতীয় দলের বাইরের অনেক ক্রিকেটারই অংশ নিচ্ছেন। এনসিএলের মত টুর্নামেন্টে অংশ নেয়ায়, তারা উপকৃত হবে বলে মত দিলেন আকরাম খান।

ব্যাট হাতে সাকিবের মতো বোলারকে মোকাবেলা করলে একদিকে তারা যেমন ব্যাটিংয়ে নিজেদের আরও শানিয়ে নিতে পারবেন, তেমনি তামিমের মত ব্যাটসম্যানের বিপক্ষে বল করলে, নিজেদের বোলিং নৈপুন্য আরও নিখুত হবে বলেও তিনি মনে করেন।

অস্ট্রেলিয়া সফরে না এলেও ঘরের মাটিতেই আগামী জানুয়ারি পর্যন্ত টাইগাররা ব্যাস্ত সময় কাটাবনে বলে জানালেন এই সাবেক অধিনায়ক। এনসিএল শেষ হলে, ২৪ অক্টোবর থেকে বিপিএলের পাশাপাশি চট্টগ্রামে অনুর্ধ্ব-১৯ দলকে নিয়ে লংগার ভার্সনের টুর্নামেন্ট আয়োজন করা হবে। আর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল, বললেন আকরাম।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৫
এইচএল/এমএমএস     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।