ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইরফানের শতক, মুমিনুল-ইয়াসিরের নার্ভাস নাইনটিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ইরফানের শতক, মুমিনুল-ইয়াসিরের নার্ভাস নাইনটিজ

ঢাকা: মাত্র ২৯ রানের মধ্যে তামিম ইকবালসহ চট্টগ্রামের ৩ উইকেট ফেলে দিয়েও প্রথম দিনে ফায়দা নিতে পারেনি রাজশাহী বিভাগ। প্রথম দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ৮ উইকেটে ৩৪৬ রান।

ইরফান শুকুর শতক পেলেও অল্পের জন্য শতকবঞ্চিত হয়েছেন মুমিনুল হক ও ইয়াসির আলী।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুমিনুল হকের ৯০ ও ইয়াসির আলীর ৯১ রানের ইনিংসের পর সেঞ্চুরি করেন ইরফান। ১৬৭ বলে ১৬টি চারের সাহাজ্যে ১০২ রান করেন এ বাঁহাতি ব্যাটসম্যান।   

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুন্য হাতেই ফিরে যান ওপেনার তামিম ইকবাল। তামিমের সহোদর নাফিস ইকবালও ব্যর্থ হন প্রথম ইনিংসে। ৬ রান করে ফরহাদ রেজার বলে কট অ্যান্ড বোল্ড হন এ ডানহাতি ব্যাটসম্যান। এরপর তাসামুল হকও সাজঘরে ফিরলে চাপে পড়ে চট্টগ্রাম। সেখান থেকে বিপর্যয় সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে টেনে তোলেন মুমিনুল হক ও ইয়াসির আলী।

চতুর্থ উইকেট জুটিতে এরা যোগ করেন ১২২ রান। দু’জনেই আউট হন ৯০’র ঘরে। মাত্র ১০৭ বলে ১৪টি চার ও ২টি ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন মুমিনুল। ইয়াসির আলী অবশ্য সময় নিয়ে ব্যাটিং করেছেন। ১৩৬ বলে ১৫টি চার ও দুটি ছক্কায় তিনি করেছেন ৯১ রান।

মুমিনুল ও ইয়াসিরের বিদায়ের পর দলের হাল ধরেন ইরফান শুকুর ও  মোহাম্মদ সাইফুদ্দিন। সেঞ্চুরি করার পর সাজঘরে ফেরেন এ ব্যাটসম্যান। ৪৬ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। প্রথম দিনের শেষ তিন ওভারে ৩ উইকেট হারায় চট্টগ্রাম।

রাজশাহীর বোলারদের মধ্যে শাফাক আল জাবির তিনটি,  মুক্তার আলী ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।