ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফের ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মনোহর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ফের ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মনোহর শশাঙ্ক মনোহর / ছবি: সংগৃহীত

ঢাকা: আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে নির্বাচিত হলেন শশাঙ্ক মনোহর। সদ্যপ্রয়াত জগমোহন ডালমিয়ার উত্তরসূরী হিসেবে বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে বসলেন তিনি।

আগামী তিন বছর এ পদে দায়িত্ব সামলাবেন মনোহর।

বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে কেবল মনোহরের নাম জমা পড়লে রোববার (৪ অক্টোবর) মুম্বাইয়ে বোর্ডের সাধারণ সভায় এ বিষয়ে প্রস্তাব ওঠে। সভায় উপস্থিত সবাই আইনজীবী মনোহরকে বোর্ড প্রেসিডেন্ট পদে নির্বাচিত করতে প্রস্তাবটি সমর্থন করেন।

দ্বিতীয় মেয়াদে বোর্ডের হাল ধরে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব সামলাবেন মনোহর। এর আগে, ২০০৮ থেকে ২০১১ মেয়াদে বিসিসিআই প্রেসিডেন্ট পদে কাজ করেন তিনি।

মনোহর বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণের রাজনীতিতে আরও খানিকটা পিছিয়ে পড়লেন দুর্নীতির দায়ে আদালতের নির্দেশে বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত নারায়ণস্বামী শ্রীনিবাসন। কারণ, মনোহর বোর্ডের সদ্যপ্রয়াত কর্ণধার ডালমিয়া ও বর্তমান সচিব অনুরাগ ঠাকুর বলয়েরই। আর এ পদে নিজের বলয়ের লোক বসাতে ভালোই কলকাঠি নেড়েছিলেন শ্রীনিবাসন। তার সঙ্গে ছিলেন সাবেক প্রেসিডেন্ট শারদ পাওয়ার।

কিন্তু ডালমিয়ার আস্থাভাজন অনুরাগের দূরদর্শিতার কাছে পরাস্ত হল শ্রীনিবাসন-পাওয়ার জোটের কূটচাল। বোর্ডের প্রধান পদে যেন দুর্নীতিবাজ শ্রীনিবাসন বলয়ের কেউ বসতে না পারে তা নিশ্চিত করতে পাওয়ার অনুগামীদেরই নিয়ে আলাদা বৈঠক করেন অনুরাগ। তার এমন দূরদর্শিতার ফল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই প্রেসিডেন্ট পদে শশাঙ্ক মনোহরের আসন গ্রহণ।

সভায় সদ্যপ্রয়াত বোর্ড প্রেসিডেন্ট ডালমিয়াকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মনোহরকে বোর্ড প্রেসিডেন্ট ঘোষণার পর অনুরাগ ঠাকুর বলেন, ‘আমরা গতবারও তার পরিচালন দক্ষতা দেখেছিলাম। তার কাজ সবার কাছে প্রশংসিত হয়। আমি মনে করি তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ড যথেষ্ট ভালো কাজ করবে, যেটা প্রয়াত জগমোহন ডালমিয়ার নেতৃত্বে ৬ মাস আগে শুরু হয়েছিল। ’

গত ২০ সেপ্টেম্বর কলকাতার বিএম বিরলা হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ডালমিয়ার (৭৫) মৃত্যু হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী পদ শূন্য হওয়ার ১৫ দিনের মধ্যেই সভাপতি নির্বাচনের নিয়ম থাকায় রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৫/আপডেট ১৮৪১ ঘণ্টা
এমআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।