ঢাকা, সোমবার, ১১ কার্তিক ১৪৩২, ২৭ অক্টোবর ২০২৫, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ভবিষ্যতের ক্রিকেটাররা জায়গা পাচ্ছেন ‘এ’ দলে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, অক্টোবর ৪, ২০১৫
ভবিষ্যতের ক্রিকেটাররা জায়গা পাচ্ছেন ‘এ’ দলে ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ১৫ অক্টোবর লম্বা সফরে দক্ষিণ আফ্রিকা  যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সেখান থেকে জিম্বাবুয়ে যাবে দলটি।

প্রথমে দক্ষিণ আফ্রিকার রাজ্য দল টাইটানের বিপক্ষে একটি তিনদিনের ও দু’টি ওয়ানডে ম্যাচ খেলে সেখান থেকে ‘এ’ দল সরাসরি জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেবে।

জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দু’টি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
 
এ সফরকে সামনে রেখে নির্বাচকরা স্কোয়াড জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ‘এ’ দল। স্কোয়াড নিয়ে রোববার (০৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি জানান, ‘জাতীয় দলে ভবিষ্যতে যারা বিবেচনায় আছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্যই মূলত ‘এ’ দল গঠন করা হয়। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের কন্ডিশনটা ভিন্ন; তারপরও আমরা যাদের ওপর চোখ রাখছি, যাদের বিবেচনায় রাখছি বা যাদেরকে তৈরী করার চেষ্টা করছি তারা ওই কন্ডিশনে কেমন করে সেটা আমরা দেখতে চাচ্ছি। কন্ডিশনের জন্য দলে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। ’
 
গেল মাসে ভারত সফরে যাওয়া দলের মধ্যে বেশীরভাগই ছিলেন জাতীয় দলের ক্রিকেটার। এবার সে সংখ্যা কমে আসছে বলে আভাস দেন হাবিবুল, ‘দল গঠন একটা পরিকল্পনা নিয়েই করা হয়। জাতীয় দলে যারা আছেন তাদের পরবর্তী যারা আসবেন তারা কিংবা নতুন কোনো ট্যালেন্ট আছে কিনা- এগুলো দেখার বিষয় থাকে। সবকিছু মাথায় নিয়েই আমরা দলটা করেছি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক উল্লেখ করেন, ‘এর আগের দলটি যখন করেছিলাম সেটার মূলমন্ত্র ছিল অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নেওয়া। এখন যেহেতু সিরিজটা হচ্ছে না। একটা ফাঁকা সময় আছে, সেহেতু ভবিষ্যতের ক্রিকেটার আমরা দেখতে চাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।