ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া সিরিজ নিয়ে চিন্তার কারণ নেই: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
প্রোটিয়া সিরিজ নিয়ে চিন্তার কারণ নেই: পাপন ছবি : সংগৃহীত

ঢাকা: নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়ার পুরুষ দলের পর দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল সফরে আসছে না-এমন খবরে বাংলাদেশের ক্রিকেট মহলে নানা জল্পনা-কল্পনা আর আলোচনা শুরু হয়েছিল। তবে, সোমবার (০৫ অক্টোবর) দুপুরের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সকলকে আশ্বস্ত করলেন।



সূচি অনুযায়ী ‍আগামী ১৫ অক্টোবর প্রোটিয়া নারী দলের ঢাকায় পা রাখার কথা ছিল। কিন্তু, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তারা সফর স্থগিত করে।

বিসিবি সভাপতি পাপন এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি জানান, এটা শুধু দ. আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। দুই বোর্ডের সিদ্ধান্তেই আপাতত তাদের সফর স্থগিত করা হয়েছে। তবে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

পাপন আরও যোগ করেন, দ. আফ্রিকা আমাদের কাছে একটি সিকিউরিটি প্লান (নিরাপত্তা পরিকল্পনার তালিকা) চেয়েছিল। তারা মেইলের মাধ্যমে সব কিছু জানতে চেয়েছিল। কিন্তু, মেইলের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা তাদের বোঝানো সম্ভব হবে না। তাই আমরা তাদের কোনো মেইল পাঠাইনি। ০৯ অক্টোবর আইসিসি’র বোর্ড সভা রয়েছে। আমি ওখানে যাচ্ছি। সেখানেই দ. আফ্রিকার বোর্ড কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে সরাসরি আলোচনায় বসব।

হোম সিরিজে দ. আফ্রিকা নারী দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ নারী দল বর্তমানে পাকিস্তানে সফরে রয়েছে।

নারী দল প্রসঙ্গে পাপন বলেন, বাংলাদেশের মেয়েরা পাকিস্তানে সিরিজ খেলতে সেখানে অবস্থান করছে। তাদের বিশ্রামের প্রয়োজন রয়েছে। তারা দেশে ফিরে এলে বেশ কয়েকদিন বিশ্রাম পাবে। প্রোটিয়াদের বিপক্ষে পরে মাঠে নামতে তাদেরও কোনো সমস্যা হবেনা বলে আমি মনে করি।

কিন্তু, সফর স্থগিত হলে সিরিজের ভবিষ্যৎ কী হবে, এমন প্রশ্নের উত্তরে বিসিবি প্রেসিডেন্ট বলেন, প্রোটিয়া নারী দলের বিপক্ষে আমাদের সিরিজ স্থগিত হলেও এ সিরিজ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। খুব বেশি হলে আগের সূচির থেকে এক সপ্তাহ পিছিয়ে যাবে সিরিজটি।

আর নিরাপত্তার এমন অজুহাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চিন্তিত নয় বলে জানান বোর্ড প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৫
এমআর

** বাংলাদেশ সফরে আসছে না প্রোটিয়া নারী দল!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।