ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে অশ্বিন, ডাক পেলেন হরভজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইনজুরিতে অশ্বিন, ডাক পেলেন হরভজন ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে এমনিতেই স্বস্তিতে নেই ভারত। তার ওপর যুক্ত হলো দলের সেরা অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিনের ইনজুরি।

কিন্তু কতদিনের জন্য তিনি দলের বাইরে থাকবেন তা এখনো নিশ্চিত নয়। তবে ইতোমধ্যেই ওয়ানডে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। সেখানে টিম ইন্ডিয়ার মেডিকেল টিমের বরাত দিয়ে উল্লেখ করা হয়, পরিপূর্ণ ফিটনেস ফিরে পেতে অশ্বিনের কয়েকদিন সময় লাগতে পারে। কিন্তু, নির্দিষ্ট করে সময়সীমা বেধে দেওয়া হয়নি। তাই ১৪ অক্টোবর অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচে তার খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

রোববার (১১ অক্টোবর) কানপুরে ভারতকে পাঁচ রানে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নেয় দ. আফ্রিকা। ড্রাইভ দিয়ে বল থামাতে গিয়ে ইনজুরি আক্রান্ত হন অশ্বিন। ব্যথা নিয়ে আরো কয়েকটা বল করলেও শেষ পর্যন্ত তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। ম্যাচের ৩৮তম ওভারে ফিরলেও তাৎক্ষণিকভাবে বল হাতে নেননি। পরবর্তীতে এক ওভার বোলিং করে আবারো মাঠ ত্যাগ করেন।

মাঠ ছাড়ার আগে ৪.৪ ওভারে ১৪ রানের বিনিময়ে কুইন্টন ডি কককে (২৯) ফেরান অশ্বিন। তার স্পিন ঘূর্ণিতেই সফরকারীদের প্রথম উইকেটের পতন ঘটে।

উল্লেখ্য, এ মাসের শেষদিকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হরভজন। তার আগে প্রোটিয়াদের বিপক্ষে ওডিআই দলে ডাক পাওয়াটা তার জন্য সৌভাগ্যই বটে। তাই অশ্বিনকে ধন্যবাদ দিতেই পারেন হরভজন!

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।