ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে নিষিদ্ধ জিম্বাবুইয়ান পেসার ভিটোরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বোলিংয়ে নিষিদ্ধ জিম্বাবুইয়ান পেসার ভিটোরি ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হলেন জিম্বাবুইয়ান পেসার বিরান ভিটোরি। সম্প্রতি আইসিসির অধীনে স্বাধীন একটি তদন্ত কমিটি ভিটোরির বোলিংয়ে অবৈধ অ্যাকশন খুঁজে পায়।



গত জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবৈধ বোলিং ‍অ্যাকশনে আম্পায়ারদের সন্দেহে পড়েন ভিটোরি। পরে ভারতের চেন্নাইয়ে নিরপেক্ষ একটি পরিক্ষাগারে বাঁহাতি এ বোলারের বোলিং টেস্ট করালে অবৈধতা ধরা পড়ে। দেখা যায় তার হাতের কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙ্গা হয়।

এদিকে আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের জন্য জিম্বাবুইয়ান দলে নেওয়া হয়নি ভিটোরিকে। তবে তিনি ঘরোয়া লিগে নিয়মিত খেলে যেতে পারবেন। আর ২৫ বছর বয়সী এ বোলার তার বোলিং আবারও পরিক্ষার জন্য আবেদন করতে পারবেন।

২০১১ সালে অভিষেক হওয়ার পর ভিটোরি জিম্বাবুয়ের হয়ে চারটি টেস্ট ১৯টি ওয়ানডে ও ১১টি টি-২০ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।