ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জেতেনি সাকিব-মুশফিকহীন করাচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
জেতেনি সাকিব-মুশফিকহীন করাচি ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় কোয়ালিফাইং ফাইনালে জয় পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। সাকিব-মুশফিকহীন করাচি কিংসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় মিসবাহ উল হকের ইসলামাবাদ।



আগে ব্যাট করে করাচি ৯ উইকেট হারিয়ে ১১১ রান তোলে। জবাবে, ৩৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইসলামাবাদ।

করাচির হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন দলপতি রবি বোপারা। ১৯ রান করেন ওপেনার লিন্ডল সিমন্স। রায়ান টেন ডয়েসকাটের ব্যাট থেকে আসে ১৬ রান। শোয়েব মালিক শূন্য রানেই বিদায় নেন।

করাচির ইনিংসকে চেপে ধরতে বল হাতে বিধ্বংসী রূপ দেখান মোহাম্মদ সামি। ৪ ওভারে ৮ রান দিয়ে করাচির পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান সামি। দুটি উইকেট দখল করেন আন্দ্রে রাসেল। এছাড়া একটি করে উইকেট পান স্যামুয়েল বদ্রি ও মোহাম্মদ ইরফান।

১১২ রানের সহজ টার্গেটে নেমে ওপেনার সারজিল খানকে (৯) হারায় ইসলামাবাদ। আরেক ওপেনার ডোয়াইন স্মিথ ৫০ ও তিন নম্বরে নামা ব্রাড হ্যাডিন ৫২ রান করে দলকে জয় পাইয়ে দিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।