ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচে কোহলিরাই ফেভারিট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
ভারত-পাকিস্তান ম্যাচে কোহলিরাই ফেভারিট ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন এশিয়া কাপের আসরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার (২৪ ফেব্রুয়ারি) মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত আর পাকিস্তান।

আর এ ম্যাচে ভারতকেই ফেভারিট বলে জানালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

ভারত ও পাকিস্তান সবশেষ ২০১৫ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়। অ্যাডিলেডের সে ম্যাচে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। বিশ্বকাপের পর সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির ভারত অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে সিরিজ খেলেছে। অজিদের মাঠে টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারায় টিম ইন্ডিয়া। নিজেদের মাটিতে শ্রীলঙ্কাকে হারায় ২-১ ব্যবধানে।

আর সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে ভারত টি-টোয়েন্টিতে শীর্ষ ৠাংকিং ধরে রেখেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম জানান, ভারত আর পাকিস্তানের মধ্যে ম্যাচগুলো দারুণ উত্তেজনায় ভরপুর থাকে। এবারও উত্তেজনা বিরাজ করছে। তবে, আমি বিশ্বাস করি এবারের ম্যাচে পরিস্কারভাবেই এগিয়ে ভারত। পাকিস্তানকে হারানো সম্ভাবনাই বেশি ধোনির দলটির। কারণ তারা বর্তমানে যেভাবে খেলে চলেছে তাতে তাদেরই ফেভারিট হিসেবে মনে হচ্ছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপের আসরটি হবে টি-টোয়েন্টি ফরমেটে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানান আকরাম।

এ প্রসঙ্গে আকরাম বলেন, এবারের আসরটি টি-টোয়েন্টি ফরমেটে হওয়ায় বিশ্বমঞ্চে প্রতিটি দলেরই ভালো প্রস্তুতির মঞ্চ হয়েছে। অসম্ভব সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ তাদের নিজেদের মাটিতে পরাশক্তি হিসেবেই খেলবে। দেশের মাটিতে তারা অন্যদের একবিন্দু ছাড় দেবেনা। এবারের আসরটি বেশ জমবে বলেই আমার বিশ্বাস। এখান থেকেই অন্য দলগুলো তাদের সেরা কম্বিনেশন খুঁজে পাবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।