ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরুতেই উইকেট খোয়ালো পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
শুরুতেই উইকেট খোয়ালো পাকিস্তান ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া কাপের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে ক্রিকেট বিশ্বে উন্মাদনা ছড়ানো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। উত্তেজনা, উৎকণ্ঠা আর উচ্ছ্বাসের এ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার দলপতি মহেন্দ্র সিং ধোনি।



পাকিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন মোহাম্মদ হাফিজ ও শারজিল খান। ভারতের হয়ে বোলিং শুরু করেন আশিষ নেহারা। প্রথম ওভারের চতুর্থ বলেই হাফিজকে ফিরিয়ে দেন নেহারা।

চিরপ্রতিদ্বন্দ্বী এ দুটি দলের ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়।

পাকিস্তান-ভারত সর্বশেষ লড়াইটিও হয়েছিল মিরপুরেই, ২০১৪ সালের মার্চে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১১ মাস পর সেই মিরপুরেই এশিয়া কাপ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দী দল দুটি। তবে, গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দল দুটি।

টি-টোয়েন্টিতে ৬ বারের মুখোমুখিতে চার বারই জিতেছে ভারত। পাকিস্তান জিতেছে মাত্র একবার। টাই হয়েছে একটি ম্যাচ। মিরপুরে মুখোমুখি সর্বশেষ ম্যাচটিতে জিতেছিল ভারতই। বিশ্বকাপের ম্যাচটিতেও জয় তুলে নিয়েছিল টিম ইন্ডিয়া।

ভারত একাদশ: মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, আশিষ নেহারা, হারদিক পান্ডে, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রোহিত শর্মা ও যুবরাজ সিং।

পাকিস্তান একাদশ: শহিদ আফ্রিদি, খুররম মনজুর, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ সামি, শারজিল খান, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

** এশিয়া কাপের মিশনে ব্যাটিংয়ে পাকিস্তান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।