ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাঁয়ে চোট পেয়েছেন রোহিত

স্পোর্ট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
পাঁয়ে চোট পেয়েছেন রোহিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আতঙ্ক ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। কারণ রোহিতের শর্মার বাম পাঁয়ের আঙুলে চোট লেগেছে।

একটা ছোট ক্ষতও তৈরি হয়েছে। সেই জন্য রোববার সকালেই ভারতীয় ওপেনারকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মেনে একটি এক্স-রেও করানো হয়।
 
কিন্তু চোট পেলেন কিভাবে রোহিত? জানা যায়, শনিবার পাক বোলার মোহাম্মদ আমিরের প্রথম ওভারের প্রথম বলেই বাম পাঁয়ে আঘাত পান রোহিত, এর পরের বলেই তিনি আউট হয়ে যান। সেই সময়েই এই চোট লেগেছে বলে ধারনা করা হচ্ছে।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট-সূত্রে জানানো হয়েছে, সামান্য বিশ্রাম ও কিছু নিয়ম মেনে চললেই চোট সেরে যাবে। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচেও রোহিত খেলতে পারবেন বলে ভারতীয় দল থেকে দাবি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।