ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিলশানের ব্যাটিং গড় ১২.২৮!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
দিলশানের ব্যাটিং গড় ১২.২৮! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আর ক’দিন বাদেই মাঠে গড়াচ্ছে টি-২০ বিশ্বকাপ। কিন্তু, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার অভিজ্ঞ ওপেনার তিলকরত্নে দিলশানের ব্যাটেই যে রান নেই।

চলতি বছর এখন পর্যন্ত সাত ইনিংসে তার ব্যাটিং গড় ১২.২৮! যা দিলশানের নামের সঙ্গে বেমানানই বটে।

অথচ গত বছরের শেষ দুই টি-টোয়েন্টিতেই অর্ধশতক হাঁকিয়েছিলেন দিলশান। কিন্তু, নতুন বছরে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ৩৯ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান। তবে কী বয়সের ছাপ পড়েছে দিলশানের মাঝে?

সবশেষ মঙ্গলবার (১ মার্চ) ভারতের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ১৮ রান করে সাজঘরে ফেরেন দিলশান। এ বছরে তার আগের ইনিংসগুলো ছিল এরকম- ০, ২৮, ০, ১, ২৭ ও ১২।

আর ২০১৫ সালে চারটি টি-টোয়েন্টিতে ১২৪ রান করেছিলেন দিলশান। প্রথম দুই ম্যাচে ৬, ১০ করে আউট হলেও দুই ফিফটিতে (৫৬, ৫২) বছর শেষ করেছিলেন লঙ্কান ওপেনার।

পরবর্তী ম্যাচে কী ব্যাট হাতে জ্বলে উঠতে পারবেন দিলশান। আগামী ৪ মার্চ এশিয়া কাপের মূল পর্বে নিজেদের শেষ ম্যাচটিতে পাকিস্তানের মুখোমুখি হবে লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।