ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেরে বোর্ডের সমালোচনায় ইমরান খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
হেরে বোর্ডের সমালোচনায় ইমরান খান ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের কণ্ঠেও শহীদ আফ্রিদির দলের ও বোর্ডের সমালোচনা। বাংলাদেশের বিপক্ষে হেরে এশিয়া কাপের আসর থেকে বিদায় নিয়েছে পাকিস্তান।

টাইগারদের বোলিং তোপে ব্যাটিংয়ে নেমে পুরোই ব্যর্থ হয় পাকিস্তান।

তাতে মাশরাফি-তাসকিন-আল আমিন-সাকিব-আরাফাত সানিদের বিশ্ব ক্রিকেটের সাবেক লিজেন্ডরা বাহবা দিলেও ইমরান খান পাকিস্তানি ব্যাটসম্যান ও বোর্ড কর্মকর্তাদের ‘দুয়ো’ দিয়েছেন।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান জানান, দলের সঠিক কম্বিনেশন ধরে রাখতে ক্রিকেটারদের আরও ট্যালেন্ট হতে হবে।

১৯৯২ বিশ্বকাপজয়ী এ দলপতি জানান, এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ায় দেশটির ক্রিকেট পাগলরা দলের উপর বেজায় চটেছেন। ক্রিকেটারদের মেধা নিয়েও প্রশ্ন উঠেছে।

ইমরান খান আরও জানান, ক্রিকেটারদের প্রতিভা বিকশিত হবে যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড মেধার উপর নির্মিত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে। নির্বাচকদের অবশ্যই ক্রিকেটারদের মেধা নিয়ে ভাবতে হবে। শুধু তাই নয় নির্বাচকদেরও সমানভাবে মেধাবী হতে হবে। আমি আশা করবো পাকিস্তানের প্রধানমন্ত্রি পিসিবির প্রধান নিয়োগের ক্ষেত্রেও মেধা যাচাই করবেন।

নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানকে মিরপুরে নামতে হবে আগামী ০৪ মার্চ। সে ম্যাচে তাদের আরেক প্রতিপক্ষ টাইগারদের কাছে হার মানা শ্রীলঙ্কা। দু’দলই এবারের আসর থেকে বিদায় নিয়েছে। ফাইনালে ০৬ মার্চ মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশকে মোকাবেলা করবে মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।