ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

তিন ভেন্যুতে তিনটি জাদু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, মে ১৪, ২০১৬
তিন ভেন্যুতে তিনটি জাদু

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ষষ্ঠ রাউন্ডের শেষ তিন ম্যাচ চলছে ঢাকার তিনটি ভেন্যুতে। ফতুল্লায় মাশরাফি বিন মর্তুজার সেঞ্চুরির পর মিরপুরে সেঞ্চুরি করেন শাহরিয়ার নাফিস।

আর বিকেএসপিতে অলক কাপালি নেন পাঁচ উইকেট।

 

ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাত্র ৫১ বলে ১০৪ রানের টর্নেডো ইনিংস খেলেন মাশরাফি বিন মর্তুজা। ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাশ। লিস্ট ‘এ’ ক্রিকেটে যেটি বাংলাদেশের ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি। ইনিংসটিতে কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মেরেছেন ১১টি ছক্কা। মাশরাফির সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় কলাবাগান ক্রীড়া চক্র।

মাশরাফির সেঞ্চুরি পূর্ণ হতেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে সেঞ্চুরি করেন ব্রাদার্স ইউনিয়নের ওপেনার শাহরিয়ার নাফিস। ১৩৪ রানের ইনিংস সাজাতে নাফিস খেলেছেন ১৪৭ বল। মেরেছেন ১৪টি চার ও ৫টি ছয়।   ৫০ ওভারে ৬ উইকেটে ব্রাদার্স করে ২৫৩ রান।

মাশরাফি-নাফিসের সেঞ্চুরির দিনে বিকেএসপির তিন নম্বর মাঠে বল হাতে জ্বলে ওঠেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের লেগস্পিনার অলক কাপালি। কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে পাঁচ উইকেট নেন তিনি। কাপালির ঘূর্ণিজাদুতে খুব বেশি দূর যেতে পারেনি কলাবাগান ক্রিকেট একাডেমি। ১৮৬ রানে গুটিয়ে যায় তারা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১৪ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ