ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কলাবাগানকে হারিয়ে শীর্ষে দোলেশ্বর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মে ২৪, ২০১৬
কলাবাগানকে হারিয়ে শীর্ষে দোলেশ্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: কলাবাগান ক্রিকেট একাডেমিকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আট ম্যাচে ছয় জয়ে তাদের পয়েন্ট ১২।

মঙ্গলবার (২৪ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টি আইনে কলাবাগানকে ৪৯ রানের হারায় প্রাইম দোলেশ্বর।

প্রাইম দোলেশ্বরের দেয়া ২৮৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘসময় অপেক্ষার পরও বৃষ্টি না থামায় ডাক ওয়ার্থ লুইস মেথডে ৪৯ রানে জয়ী ঘোষণা করা হয় দোলেশ্বরকে।

কলাবাগানের ওপেনার ইরফান শুক্কুর সর্বোচ্চ ৩৮ রান করেন। মায়শুকুর রহমানের ব্যাট থেকে আসে ২৩ রান। মেহেদি হাসান মিরাজ ২১ রানে অপরাজিত থাকেন।

নাসির হোসেন দুটি ও আল আমিন হোসেন নিয়েছেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে টপঅর্ডারের তিন ব্যাটসম্যানের অর্ধশতকে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় প্রাইম দোলেশ্বর। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৬ রান। রকিবুল হাসান ৬৬ ও রবিউল ইসলাম করেন ৫০ রান।

অফস্পিনার মেহেদি হাসান মিরাজ নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান মাহমুদুল হাসান, নূর হোসেন,  জতিন সাক্সেনা ও তাপস ঘোষ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৪ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।