ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

প্রাইম ব্যাংককে বড় ব্যবধানে হারালো মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, মে ২৫, ২০১৬
প্রাইম ব্যাংককে বড় ব্যবধানে হারালো মোহামেডান ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃষ্টির কারণে মোহামেডান ও প্রাইম ব্যাংকের মধ্যকার মঙ্গলবারের (২৪ মে) ম্যাচের বাকি অংশ গড়ায় রিজার্ভ ডে-তে। আগের দিনে যেখানে খেলা শেষ হয়েছিল সেখান থেকেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচটি শুরু হয়।

দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ৮২ রানের জয় নিয়ে মাঠ ছাড়লো মুশফিকুর রহিমের মোহামেডান।

বুধবার (২৫ মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২২৫ রানের লক্ষ্যে আগের দিনের ৬.২ ওভারে ৪২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে প্রাইম ব্যাংক। ওপেনার মেহেদী মারুফ দুই রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন। শুভাশিষ রায়ের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাব্বির রহমান (৪১)। এরপর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ৩২.৪ ওভারে ১৪২ রানেই তাদের ইনিংস গুটিয়ে যায়।

মোহামেডানের হয়ে একাই চারটি উইকেট তুলে নেন বাঁহাতি স্পিনার নাইম ইসলাম জুনিয়র। দুই পেসার শুভাশিষ রায় তিনটি ও আরিফুল হক দু’টি উইকেট লাভ করেন। বাকি উইকেটটি নেন নাইম ইসলাম।
আগেরদিন টস হেরে প্রথমে ব্যাট করা মোহামেডান ইনিংসের শেষ ওভারে ২২৪ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন মিলন। অর্ধশতক হাঁকান হাবিবুর রহমান। নাইম ইসলাম ২৫ ও মিথুন মানহাসের ব্যাট থেকে আসে ৩৫। অধিনায়ক মুশফিক শূন্য রানে সাজঘরে ফেরেন।

প্রাইম ব্যাংক বোলারদের মধ্যে মোহাম্মদ ‍আজিম তিনটি, রুবেল হোসেন ও মনির হোসেন দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন নাজমুল ইসলাম, শিহান জয়সুরিয়া ও শুভাগত হোম।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন মোহামেডানের নাইম ইসলাম জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ