ঢাকা: বৃষ্টির কারণে চলমান ডিপিএলের আসরে কলাবাগান ক্রিকেট একাডেমি আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়াবে। জয়ের জন্য রোববার (২৯ মে) প্রাইম ব্যাংককে করতে হবে ২১ ওভারে মাত্র ৯০ রান।
শনিবার (২৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করা কলাবাগান ২১ ওভারে ৮৯ রান করেই গুটিয়ে যায়। বৃষ্টির কারণে ম্যাচটি ২১ ওভারে নামিয়ে আনা হয়। প্রাইম ব্যাংক ব্যাটিংয়ে নামার আগে আবারো বৃষ্টি নামলে রিজার্ভ ডে’তে ম্যাচটি মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
কলাবাগনের হয়ে ইনিংস সর্বোচ্চ ১৯ রান করেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া, ওপেনার ইরফান শুক্কুর ১২, তাপস ঘোষ ১২, প্রসেনজিত ১১ এবং আবদুল হালিম ১১ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের দেখা পাননি।
প্রাইম ব্যাংকের হয়ে তিনটি করে উইকেট দখল করেন মোহাম্মদ আজিম ও মনির হোসেন।
ম্যাচের বাকি অংশ রোববার অনুষ্ঠিত হবে। সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, শিহান জয়সুরিয়া, মেহেদি মারুফ, শুভাগত হোম, রুবেল হোসেনদের নিয়ে সাজানো প্রাইম ব্যাংক আরেকটি জয়ের আশা করতেই পারে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ২৮ মে ২০১৬
এমআর