ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা আকাশছোঁয়া। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য এবার বিদেশের মাটিতে লড়তে দেখা যাবে বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মাদের।
আর সেই জন্যই যুক্তরাষ্ট্রে ধোনি ও কোহলির ব্যাট ও বলের দ্বৈরথের বন্দোবস্ত করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাইজিং পুনে সুপারজায়ান্টস খেলার ইচ্ছাপ্রকাশ করেছে।
মার্কিন মুলুকে কয়েকটা প্রদর্শনী ম্যাচ খেলা হবে। সেখানে ভারতীয় ও দক্ষিণ এশিয়ার মানুষের সংখ্যাও বেশি। আর তাদের কথা মাথায় রেখেই হাউস্টনে ম্যাচটা করার কথা ভাবা হচ্ছে। রোববার আইপিএলের ফাইনাল। আর ফাইনালের আগে গভর্নিং কাউন্সিলে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। খুব সম্ভবত সেপ্টেম্বরেই দেখা যাবে ধোনি, কোহলি ও রোহিতদের দ্বৈরথ।
এর আগে গত বছর শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের প্রচেষ্টার যুক্তরাষ্ট্রে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে তিন ম্যাচে একটি সিরিজ খেলা হয়। যার নাম দেওয়া হয়েছিলো অলস্টার ক্রিকেট লিগ।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ২৮ মে, ২০১৬
এমএমএস