ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানকে হারিয়ে সিসিএসের আরেকটি চমক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মে ২৯, ২০১৬
মোহামেডানকে হারিয়ে সিসিএসের আরেকটি চমক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বড় দলকেই বুঝি টার্গেট করে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। ভিক্টোরিয়ার পর এবার মোহামেডানকে  হারিয়ে সেটিই যেন বুঝিয়ে দিল তারা।

 

অধিনায়ক রাজিন সালেহ ছাড়া দলটির সবাই তরুণ ক্রিকেটার। তার মধ্যে পাঁচ ক্রিকেটার প্রিমিয়ার লিগে এবারই প্রথম। তবে সাধারণ এই দলটাই লিগের শেষের দিকে এসে হয়ে উঠলো অসাধারণ। সপ্তম রাউন্ডে ভিক্টোরিয়াকে হারিয়ে চমক দেখানোর পর নবম রাউন্ডে পয়েন্ট টেবিলের শীর্ষ দল মুশফিকুর রহিমের মোহমেডানকে তারা হারিয়ে দিল ৩১ রানে।  

গতকাল বৃষ্টির কারণে ২৫ ওভারে নেমে আসা ম্যাচে ১ বল বাকি থাকতে ১৪৯ রানে অলআউট হয়েছিল সিসিএস।   জবাবে ব্যাটিংয়ে নেমে জবাবে মোহামেডান ২.২ ওভারে বিনা উইকেটে ১৩ রান তোলার পর পুনরায় বৃষ্টি শুরু হলে রিজার্ভ ডেতে গড়ায় ম্যাচটি।

রোববার সকালে মেহরাব হোসেন জসির পেস আক্রমণে ব্যাটিং যেন ভুলেই গিয়েছিল মোহামেডান। ২১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় দলটি।

সালমান হোসেন প্রথম উইকেট তোলার পর মেহরাব হোসেন টানা চার উইকেট তুলে নেন এক প্রান্ত থেকে। ফয়সাল হোসেকে বোল্ড করে মোহামেডান ইনিংসে ফিফটি পেরোতেই ষষ্ঠ উইকেটটি তুলে নেন সালেহ আহমেদ শাওন। ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে ফতুল্লায় অন্ধকার দেখতে থাকা মোহামেডান ব্যাটসম্যানদের মধ্যে কিছুটা আলো দেখেন।

মিলনের ব্যাট থেকে শেষ দিকে আসে ৩২ রান। হাবিবুর করেন ২০ রান। সর্বোচ্চ ৩৫ রান আসে ওপেনার ইজাজ আহমেদের ব্যাট থেকে।   এ তিন ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি কোনো ব্যাটসম্যান।

মেহরাব হোসেন জসি নিয়েছেন সর্বোচ্চ চারটি উইকেট। তিনটি উইকেট নিয়েছেন সালমান হোসেন। সালেহ আহমেদ শাওন ও সাইফ হাসান নিয়েছেন একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ২৯ মে, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।