ঢাকা: সোমবার (৩০ মে) শেষ হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ড। এরই মধ্যে লিগ পর্বের শেষ দুই রাউন্ডের (দশম ও একাদশ) সূচি ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)।
সূচি অনুযায়ী, দশম রাউন্ড ০১ জুন ও একাদশ রাউন্ড ৬ জুন শুরু হবে। লিগ পর্বের খেলা শেষ হবে আগামী ৮ জুন। এরপর সেরা ৬ দলকে নিয়ে শুরু হবে সুপার লিগ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতে উঠবে ২০১৫-১৬ মৌসুমের শিরোপা।
নবম রাউন্ডের প্রথম ধাপের খেলা শেষ হয়েছে আজ। আর তাতে দারুণ জমে উঠেছে পয়েন্টে টেবিলের সমীকরণ। সুপার লিগে ওঠার লড়াইয়ে আছে নয়টি দল। বাকি তিনটি দল-কলাবাগান ক্রীড়া চক্র, ক্রিকেট কোচিং স্কুল ও কলাবাগান ক্রিকেট একাডেমি লড়ছে অবনমন এড়াতে।
নয় ম্যাচে ছয়টি জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্রাইম দোলেশ্বর ও মোহামেডান। তবে এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর ১০ পয়েন্ট নিয়ে তার পরে রয়েছে আবাহনী, প্রাইম ব্যাংক ও শেখ জামাল। ৯ পয়েন্ট ভিক্টোরিয়ার। সমান ৮ পয়েন্ট গাজী গ্রুপ ও ব্রাদার্স ইউনিয়নের।
লিগপর্বের শেষ দুই রাউন্ডের সূচি:
দশম রাউন্ড:
০১ জুন: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম আবাহনী লিমিটেড (বিকেএসপি)।
০১ জুন: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স (মিরপুর)।
০১ জুন: কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম ক্রিকেট কোচিং স্কুল (ফতুল্লা)।
০২ জুন: রিজার্ভ ডে।
০৩ জুন: রিজার্ভ ডে।
৪ জুন: মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম কলাবাগান ক্রীড়া চক্র (ফতুল্লা)।
৪ জুন: লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব (বিকেএসপি)।
৪জুন: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন (মিরপুর)।
৫ জুন: রিজার্ভ ডে।
একদশ রাউন্ড:
০৬ জুন: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (ফতুল্লা)।
০৬ জুন: আবাহনী লিমিটেড বনাম ক্রিকেট কোচিং স্কুল (বিকেএসপি)।
০৬ জুন: কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম কলাবাগান ক্রীড়া চক্র (মিরপুর)।
০৭ জুন: রিজার্ভ ডে।
০৮ জুন: মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব (বিকেএসপি)।
০৮জুন: লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন (মিরপুর)।
০৮ জুন: ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স (ফতুল্লা)।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এসকে/এমআরএম