ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ইনজুরড প্রিমিয়ার লিগ বললে ভুল হবে না। আইপিএলের নবম এই আসর থেকে ইনজুরির কারণে ছিটকে যান বিশ্বসেরা অনেক ক্রিকেট তারকারা।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে পেসার আশিষ নেহারা প্রথম দিকে ইনজুরিতে পড়লেও কয়েক ম্যাচ বাদে আবারো একাদশে ফেরেন। তবে, শেষ পর্যন্ত আর খেলা হয়নি তার। দ্বিতীয় দফায় ইনজুরিতে পড়লে ফাইনালিস্টদের হয়ে শেষের একাধিক ম্যাচে ছিলেন না তিনি।
অজি ক্রিকেটারের মধ্যে ইনজুরিতে পড়ে আইপিএল থেকে ছিটকে যান পুনের স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, বেঙ্গালুরুর মিচেল স্টার্ক, কলকাতার জন হ্যাস্টিংস, দিল্লির জোয়েল প্যারিস, পাঞ্জাবের শন মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল।
ইনজুরিতে ছিটকে পড়া দুই ক্যারিবীয়ান হলেন মুম্বাইয়ে নাম লেখানো লিন্ডল সিমন্স আর বেঙ্গালুরুর স্যামুয়েল বদ্রি। এছাড়া ইংলিশ তারকা পুনের হয়ে খেলতে আসা কেভিন পিটারসেন ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস ইনজুরিতে পড়ে দেশে ফেরেন।
মুম্বাইয়ের হয়ে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা এবারে কোনো ম্যাচেই খেলতে পারেননি।
ইনজুরিতে ছিটকে পড়াদের বদলি হিসেবেও দলগুলোতে আসে নতুন ক্রিকেটাররা। পিটারসেনের বদলি হিসেবে পুনে কোনো ক্রিকেটারকে নতুন করে ভেড়ায়নি। কলকাতার জন হ্যাস্টিংস এর বদলি কেউ আসেনি।
তবে, মিচেল স্টার্কের বদলি হিসেবে ক্রিস জর্ডান, মালিঙ্গার পরিবর্তে জেরম টেইলর, স্যামুয়েল বদ্রির বদলি হিসেবে তাবরাইজ শামসি, সিমন্সের জায়গায় মার্টিন গাপটিল, স্টিভেন স্মিথের বদলি হিসেবে জর্জ বেইলি, ডু প্লেসিসের জায়গায় উসমান খাজা, শন মার্শের পরিবর্তে হাশিম আমলা আর ম্যাক্সওয়েলের বদলি হিসেবে ফারহান বেহারদিয়েন ক্লাবগুলোতে যোগ দিয়েছিলেন।
ইনজুরড স্কোয়াড:
স্টিভেন স্মিথ, কেভিন পিটারসেন, মিচেল মার্শ, ফাফ ডু প্লেসিস, জন হ্যাস্টিংস, জোয়েল প্যারিস, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, লিন্ডল সিমন্স, স্যামুয়েল বদ্রি, মিচেল স্টার্ক, আশিষ নেহারা, লাসিথ মালিঙ্গা।
বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, ৩০ মে ২০১৬
এমআর