ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, জুলাই ২৪, ২০২৫
এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

নিশ্চয়তা ফিরেছে ঢাকায় এসিসির বার্ষিক সভা আয়োজন নিয়ে। দুই দিনব্যাপী এ সভার প্রথম দিনের কার্যক্রম শেষে জানা গেল, এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই আসছে।

এবারের এশিয়া কাপ আগামী সেপ্টেম্বরেই ভারতে হওয়ার কথা। তবে টুর্নামেন্ট ঘিরে কিছু বিষয়ে এখনও আলোচনা চলছে। এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে কথা হচ্ছে। খুব দ্রুতই সবকিছু চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েও এখনই কিছু না বলে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তিনি।

সভায় এসিসির সব ২৫ সদস্যই সরাসরি বা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মহসিন নাকভি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এজিএম সফলভাবে হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। ’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আতিথেয়তারও প্রশংসা করেছেন তিনি। বলেছেন, ‘আমিনুল ভাইয়ের উষ্ণ স্বাগত ও বিসিবির চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমরা চাই ক্রিকেট উন্নয়নের পথেই এগিয়ে যাক, রাজনীতির জায়গা এখানে নেই। ’

এজেন্ডায় ছিল ২০২৭ এশিয়া কাপও। আসরটি হবে বাংলাদেশে। এ প্রসঙ্গে নাকভি বলেন, ‘আমরা কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করছি, শিগগিরই সব সমাধান হবে। ’

ভারত থেকে সরাসরি প্রতিনিধি না থাকলেও বিষয়টিকে স্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি। জানান, গুরুত্বপূর্ণ হলো, সব দেশের প্রতিনিধিরাই সভায় অংশ নিয়েছেন।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।