ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে নেমে আরেকবার ফলোঅন এড়াতে লড়তে হচ্ছে সফরকারী শ্রীলঙ্কাকে। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারা লঙ্কানরা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ফের ইনিংস ব্যবধানে হারের লজ্জা থেকে বাঁচতে লড়ছে।
ম্যাচের তৃতীয় দিন শেষেই বলে দেওয়া যাচ্ছে খেলার মোড় কাদের দিকে ঘুরছে। মঈন আলীর দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ড ৯ উইকেটে ৪৯৮ করে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০১ রানে অলআউট হয় লঙ্কানরা। ফলোঅনে পড়া সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ঘুরে দাঁড়ালেও সুবিধাজনক অবস্থানে নেই। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৫ উইকেট হারিয়ে ৩০৯ রান তুলে তৃতীয় দিন শেষ করে।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮০ রান করে বিদায় নিয়েছেন দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ। ওপেনার কুশল সিলভা ৬০ রান করে আউট হন। আরেক ওপেনার করুনারত্নের ব্যাট থেকে আসে ২৬ রান। ২৬ রান করেন কুশল মেন্ডিস। থিরিমান্নে ১৩ রান করে সাজঘরে ফিরলেও দিনেশ চান্দিমাল ৫৪ আর সিরিবর্ধানে ৩৫ রান করে অপরাজিত আছেন। চতুর্থ দিন ব্যাট হাতে নামবেন ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকা এই দুই ব্যাটসম্যান।
এর আগে চেস্টার-লি-স্ট্রিটে লঙ্কানদের প্রথম ইনিংসে ইংলিশ পেসারদের দাপটে কেউই দাঁড়াতে পারেনি। যেন আসা-যাওয়ার মিছিলে যোগ দেয় লঙ্কান ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩৫ রান করেন কুশাল পেরেরা। লাহিরু থিরিমান্নে ১৯, কুশল সিলভা ১৩ আর হেরাথ ১২ রান করেন। আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড চারটি আর জেমস অ্যান্ডারসন এবং ক্রিস ওকস সমান তিনটি করে উইকেট পান।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন ৩১০ রানে ৬ উইকেট হারানো স্বাগতিকরা আবারও ব্যাটিংয়ে নেমে ১৮৮ রান যোগ করে। প্রথম দিন ২৮ রানে ব্যাটিং শেষ করা মঈন শেষ পর্যন্ত ১৫৫ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসটি ছিলো ১৭টি চার ও দুইটি ছক্কায় সাজানো। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। মঈন ও ওকস সপ্তম উইকেট জুটিতে ৯২ রান যোগ করেন। ওকসের ব্যাট থেকে আসে ৩৯ রান।
লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান নুয়ান প্রদিপ। দুটি করে উইকেট পান লাকমল ও মিলিন্দা সিরিবর্ধনে। আর একটি উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ৩০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন রঙ্গনা হেরাথ।
প্রথম টেস্টে ইংল্যান্ড আগে ব্যাট করে ২৯৮ রানে অলআউট হয়। জবাবে, শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের ইনিংস ১১৯ রানে গুটিয়ে গেলে ইংলিশরা এক ইনিংস ও ৮৮ রানের জয় তুলে নেয়।
বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, ৩০ মে ২০১৬
এমআর