ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিরে যাচ্ছেন নারী দলের কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ৩০, ২০১৬
ফিরে যাচ্ছেন নারী দলের কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের লঙ্কান কোচ জানাক চ্যাম্পিকা গামাগের সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি শেষ হয়েছে। বিসিবি চুক্তি নবায়ন না করায় দেশে ফিরতে হচ্ছে তাকে।

দেশে পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে চলে যাবেন থাইল্যান্ডে। সেখানকার নারী ক্রিকেট দলের খন্ডকালীন কোচের দায়িত্ব নিয়ে কাজ শুরু করবেন জুনের প্রথম সপ্তাহ থেকে।

 

২০১৪ সালের আগস্টে জাহানারা আলম-সালমা খাতুনদের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। দুই বছরের কাছাকাছি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে তেমন সাফল্য এনে দিতে পারেননি এই লঙ্কান কোচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে টাইগ্রেসরা। এ কারণেই গামাগের সঙ্গে চুক্তি নবায়নের পক্ষে ছিলেন না ওমেন্স উইংয়ের চেয়ারম্যান এম এ আউয়াল চৌধুরী বুলু।

এ ব্যাপারে বাংলানিউজকে তিনি বলেন, ‘পারফরম্যান্সের ব্যাপারটাতো আসবেই। কিছুদিন পরই তার দুই বছরের মেয়াদ শেষ হবে। তার সময়ে বাংলাদেশ দল কতটা অনুজ্জ্বল ছিল তা আপনারাই ভালো জানেন। ’

গামাগের স্থলাভিষিক্ত কে হবেন? এ প্রশ্নের জবাবে আশার কথাই শোনালেন ওমেন্স উইংয়ের চেয়ারম্যান, ‘সব ডিপার্টমেন্টে কোচ নিয়োগের কথা ভাবছি আমরা। মেয়েদের জন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে আলাদা কোচ থাকবে। ’

কোচিং স্টাফ নির্বাচনে দেশি কোচদের প্রাধান্য থাকবে বলেও জানান তিনি, ‘মোহাম্মদ সালাউদ্দিন, মিজানুর রহমান বাবুল, এহসানুল হক সেজান-এদের কথা ভাবছি। মেয়েদের বেলায় কোচদের ভাষাটাও গুরুত্বপূর্ণ। গামাগের আগেও একবার বিদেশি কোচ আনা হয়েছিল, যার ভাষা ক্রিকেটাররা বুঝতে পারতো না। তখন খুব সমস্যা হয়েছিল। তবে, গামাগেও ভালো বাংলা বলতে পারতেন। ’

২০১১ সালের ২৪ নভেম্বর ওয়ানডে মর্যাদা পাওয়ার পর রীতিমতো উড়ছিল শুকতারা, জাহানারা, সালমারা। নারী ক্রিকেটকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছিলেন তারা। কিন্তু বছর পাঁচেকের মধ্যেই সেই স্বপ্ন বিবর্ণ। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবগুলো ম্যাচেই হেরেছে বাংলাদেশ। টাইগ্রেসরা লড়াই জমিয়ে তুলতে পারেনি কোনো ম্যাচেই।

বাংলাদেশ থেকে ফেরার আগে সোমবার (৩০ মে) মিরপুরে সংবাদমাধ্যমেকে গামাগে বলেন, এখানে কাজ করে অনেক ভালো লেগেছে। পুরো সময়টা নিজের বাড়ির মতোই কাটিয়েছি। ঢাকা লিগে খেলার ফলে সবার সাথেই সখ্যতা ছিল আমার। এখানে বারবারই আসতে ইচ্ছে করবে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নিয়ে গামাগে বলেন, এই দলটায় অনেক ট্যালেন্ট আছে। তারা যতদূর এসেছে, আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।   তবে কিছু কিছু জায়গায় ত্রুটি রয়েছে।   এগুলো সমাধান হলে বাংলাদেশের নারী ক্রিকেট আরও এগিয়ে যাবে। এজন্য মেয়েদের বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে বিসিবিকে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ৩০ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।