ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

ক্রিকেট

খুব শিগগিরই জানা যাবে ভারত সফরের সূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, মে ৩০, ২০১৬
খুব শিগগিরই জানা যাবে ভারত সফরের সূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে যুক্ত হওয়ার পর এখন পর্যন্ত ভারতে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি টাইগাররা।

এদিকে সময় ঘনিয়ে এলেও এখন পর্যন্ত নিশ্চিত হয়নি সিরিজটির সময়সূচি।

 

প্রয়াত বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া চলতি বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি টেস্ট ম্যাচ খেলার আশ্বাস দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে ভারত সফর করবে সাকিব-তামিম-মুশফিকরা।

আগামী ১০-১২ দিনের মধ্যেই সূচি চূড়ান্ত হবে বলে জানালেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সে সফরের সূচি চূড়ান্ত হলেও ভারত সফরের সূচি এখনো ঠিক হয়নি। গুঞ্জন উঠেছে আগের ঘোষিত আগস্টের সফর চলে যেতে পারে সেপ্টেম্বরে।

সোমবার (৩০ মে) ওয়ার্কিং কমিটির সভা শেষে মিরপুরে সংবাদকর্মীদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘আমরা ১০-১২ দিনের মধ্যে আপনাদের সব জানাতে পারবো। তাদের সঙ্গে কথা-বার্তা চলছে। আপনারা আর কিছু দিন অপেক্ষা করেন!’

ভারত সফরে একটি টেস্ট খেলার কথা থাকলেও সঙ্গে একাধিক ওয়ানডে ম্যাচ যোগ করতে চায় বিসিবি। তবে এ বিষয়ে সাড়া দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ৩০ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।