ঢাকা: চলতি জুনের মাঝে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। এই সফরে পাকিস্তান দলে রাখা হয়েছে ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে।
এদিকে আমিরের ব্যাপারে পুরোপুরি ইতিবাচক আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন চান আমির ইংল্যান্ড সফর করুক। তার মতে, আমিরের ফিরে আসাটা ক্রিকেটের জন্যই ভালো।
২০১০ সালে ইংল্যান্ড সফরে সাবেক অধিনায়ক সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন আমির। পরে আইসিসি তাকে ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয়। অভিযোগ প্রমাণ হওয়ায় ছয় মাসের জেলও খাটেন তিনি।
এদিকে ব্রিটিশ আইনে এক থেকে পাঁচ বছর মেয়াদে দণ্ডপ্রাপ্ত অন্য কোনো দেশের নাগরিক যদি ব্রিটিশ ভিসার আবেদন করেন, সেক্ষেত্রে তাকে পরবর্তী ১০ বছরের জন্য ইংল্যান্ডে নিষিদ্ধ করার বিধান আছে। তাই আমির আগেই সাজা থেকে মুক্তি পেলেও তার ভিসা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।
এ প্রসঙ্গে রিচার্ডসন বলেন, ‘আমির ইতোমধ্যে তার কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করেছে। তাই আমরা তাকে খেলা থেকে বিরত রাখতে পারবো না। তার ভুল দেখে তরুণরাও শিখবে। ’
তিনি আরও বলেন, ‘সে ক্রিকেটে ফিরে এসেছে এটা দারুণ একটা দিক। আর সে যদি ইংল্যান্ডে খেলার সুযোগ পায় তবে আমি বিস্মিত হবো না। ’
আমির পাঁচ বছর নিষেধাজ্ঞার পর গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফেরেন। নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশে এশিয়া কাপ ও পরবর্তীতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি জাতীয় দলের হয়ে খেলতে নামেন।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ০২ জুন, ২০১৬
এমএমএস