ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন রুপালি ব্যাংক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুন ১০, ২০১৬
মোহামেডানকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন রুপালি ব্যাংক ছবি: সংগৃহীত

ঢাকা: টানা পাঁচবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন ওমেন্স ক্রিকেট লিগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।

 

শুক্রবার (১০ জুন) বিকেএসপিতে মোহামেডানকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সাথিরা জাকির জেসির নেতৃত্বাধীন দলটি।

লিগের চ্যাম্পিয়ন চূড়ান্ত হলেও এখনও ঠিক হয়নি রানার্সআপ দল। আগামীকালের ম্যাচে খেলাঘর সমাজ কল্যান সমিতি যদি আবাহনীকে হারাতে পারে তাহলে রানার্সআপ হবে খেলাঘর। এর ব্যতিক্রম হলে ১২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয়বার রানার্সআপ হবে মোহামেডান।
টস জিতে আগে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করে করেন লতা মন্ডল ও সালমা খাতুন। রুপালী ব্যাংক দলের হয়ে দুই উইকেট নেন সাথিরা জাকির জেসি।
 
জবাবে ব্যাটিংয়ে নেমে আয়শা রহমান শুকতারা (৭৩) ও সানজিদা ইসলাম ময়নার (৫০) জোড়া অর্ধশতকে ৪৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় রুপালি ব্যাংক। ম্যাচ সেরা হয়েছেন আয়শা রহমান।    
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ১০ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।