ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাবেক ইংলিশ ক্রিকেটার ডোনাল্ডের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ১২, ২০১৬
সাবেক ইংলিশ ক্রিকেটার ডোনাল্ডের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: না ফেরার দেশে চলে গেলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডোনাল্ড কার। যিনি ছিলেন ক্রিকেটের অন্যতম খ্যাতনামা একজন প্রশাসক।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ইংলিশ ক্রিকেটার হলেও তার জন্ম জার্মানির উইসবাডেনে।

ডোনাল্ডের আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র দু’টি টেস্ট ম্যাচেই সীমাবদ্ধ ছিল। ১৯৫১ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে তার জাতীয় দলে অভিষেক ঘটে। ওই সিরিজের পর তাকে আর ইংলিশদের জার্সি ‍গায়ে দেখা যায়নি।

প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য ডোনাল্ডের ক্যারিয়ার সমৃদ্ধ। খেলেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ডার্বিশায়ার কাউন্টি ক্লাবের হয়ে। ৪৪৬ ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৮.৬১ গড়ে ১৯২৫৭ রান। একশটি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ২৪টি সেঞ্চুরি। অন্যদিকে, বাঁহাতি স্পিন বোলিংয়ে ৩২৮টি উইকেটের মালিক তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে বেশ সুনামের সঙ্গেই ক্রিকেট প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন ডোনাল্ড। ১৯৬২-৭৪ পর্যন্ত তিনি এমসিসি’র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। এরপর থেকে ১৯৮৬ সাল পর্যন্ত টেস্ট ও কাউন্টি ক্রিকেট বোর্ডের (টিসিসিবি) পাশাপাশি ক্রিকেট কাউন্সিলের সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।