ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

ভিক্টোরিয়ার বিপক্ষে আবাহনীর সহজ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, জুন ১৮, ২০১৬
ভিক্টোরিয়ার বিপক্ষে আবাহনীর সহজ জয় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

মিরপুর থেকে: লিগপর্বের পর সুপার লিগেও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারালো আবাহনী লিমিটেড। শনিবার (১৮ জুন) শের-ই-বাংলা স্টেডিয়ামে ভিক্টোরিয়াকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান সুদৃঢ় করলো এতিহ্যবাহী ক্লাবটি।

১৩ ম্যাচে আবাহনীর পয়েন্ট এখন ১৮।

ভিক্টোরিয়ার দেয়া ১৪০ রানের সহজ লক্ষ্য ২৯.২ ওভারে টপকে যায় ৪ উইকেট হারানো আবাহনী। ওপেনার তামিম ইকবাল করেন সর্বোচ্চ ৩৩ রান। দিনেশ কার্তিক ৩২ ও মোসাদ্দেক হোসেন সৈকত ১৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

ভিক্টোরিয়ার এনামুল হক জুনিয়র ও চাতুরাঙা ডি সিলভা দুটি করে উইকেট নেন।

সকালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৬.২ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় ভিক্টোরিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন মুমিনুল হক। ২১ রান করে বলের আঘাতে মাঠ ছাড়েন সোওরাওয়ার্দী শুভ। ইনিংসের ২৫তম ওভারে করা তাসকিন আহমেদের বাউন্সার আঘাত হানে এ বাঁহাতি ব্যাটসম্যানের হেলমেটের ঠিক নিচে ঘাড়ের ডানপাশে। পরে আর ম্যাচটি খেলতে পারেননি শুভ।

ভিক্টোরিয়ার ইনিংসকে বেশি দূর এগোতে দেননি মূলত আবাহনীর বোলাররাই। তাসকিন আহমেদের পেস, সাকিব আল হাসান ও সাকলাইন সজীবের ঘূর্ণিতে বড় কোনো জুটিই গড়তে পারেনি ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা।

তাসকিন, সাকিব ও সাকলাইন প্রত্যেকেই তিনটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১৮ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।