ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

ইডেনে অনুষ্ঠিত ভারতের প্রথম দিবা-রাত্রি ম্যাচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, জুন ১৯, ২০১৬
ইডেনে অনুষ্ঠিত ভারতের প্রথম দিবা-রাত্রি ম্যাচ বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দিবা-রাত্রি ও গোলাপি বলের ম্যাচ অনুষ্ঠিত হলো। দেশটির আইকনিক কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সুপার লিগের ফাইনালটি অনুষ্ঠিত হচ্ছে।

ফাইনালে লড়ছে মোহন বাগান ও ভবানিপুর।

শনিবার (১৮ জুন) অনুষ্ঠিত এ ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নামে মোহন বাগান। আর দিন শেষে ৮৫.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৬ রান করে দলটি।   দু’দলের ক্রিকেটাররাই এমন একটি ম্যাচে অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করছেন। এছাড়া আম্পায়ার জানিয়েছেন ‘তিনি বিস্মিত’।

গত বছরের নভেম্বরে ইতিহাসে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

চলতি বছর আরও দুটি গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলবে অজিরা। একটি খেলবে অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর বাকিটি খেলবে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে। ভবিষ্যতে ভারতও দিবা-রাত্রির টেস্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে। আর এরই ধারাবাহিকতায় এবার ঘরোয়া এই ম্যাচটি আয়োজন করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ১৯ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।