ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

ক্লাবগুলোকে ৭২ ঘণ্টার আলটিমেটাম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জুন ১৯, ২০১৬
ক্লাবগুলোকে ৭২ ঘণ্টার আলটিমেটাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের পাওনা নিয়ে জটিলতা হবে না-এমন নিশ্চয়তা লিগ শুরুর আগে দিয়েছিল বিসিবি। লিগ এখন শেষের পথে।

অথচ ক্রিকেটারদের পাওনার ৩০ শতাংশও পরিশোধ করেনি কোনো কোনো ক্লাব। স্বাভাবিকভাবেই সেই দায় এখন বিসিবিকে নিতে হচ্ছে।

 

ক্লাবগুলোকে ক্রিকেটারদের পাওনা পরিশোধে ৭২ ঘণ্টার আলটিমেটাম বেধে দিয়েছে বিসিবি।

এই সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে বিসিবি খেলোয়াড়দের পাওনা পরিশোধ করবে এবং পরে ক্লাবগুলোর উপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। রোববার (১৯ জুন) বিকেলে বিসিবির বোর্ড সভা শেষে এমন কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্লাবগুলোর প্রতি কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

লিগ শুরুর আগে বিসিবি নিয়ম করে দিয়েছিল চুক্তি সম্পন্নের পর ৩০ শতাংশ টাকা পরিশোধ করতে হবে ক্লাবগুলোকে। লিগের মাঝামাঝি আরো ৩০ শতাংশ পরিশোধ করতে হবে। আর লিগ শেষের ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে হবে বাকি ৪০ শতাংশ অর্থ। অথচ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা পেয়েছেন ২০ শতাংশ অর্থ। ক্রিকেট কোচিং স্কুলের ক্রিকেটাররা (সিসিএস) পেয়েছেন চুক্তির মাত্র ১০ শতাংশ অর্থ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৯ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।