ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

০৬ নভেম্বর মাঠে গড়াবে বিপিএল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩০, জুন ১৯, ২০১৬
০৬ নভেম্বর মাঠে গড়াবে বিপিএল

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াবে চলতি বছরের নভেম্বরে। রোববার (১৯ জুন) মিরপুরে বিসিবির বোর্ড সভা শেষে এমনটি জানান সভাপতি নাজমুল হাসান পাপন।

 

নভেম্বরের ০৬ তারিখ থেকে শুরু হবে বিপিএলের পরের আসরটি।

বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঘরোয়া লিগ বিপিএলের প্রথম আসর বসেছিল ২০১২ সালে। এরপর ২০১৩ সালে অনুষ্ঠিত হয় বিপিএলের দ্বিতীয় আসর। দুইবারই চ্যাম্পিয়ন হয় ঢাকা গ্লাডিয়েটর্স। তবে, ফিক্সিং সহ নানা বিতর্ক আর অনিয়মের কারণে পরের বছর এই আসরটি মাঠে গড়ায়নি।

এক বছর বিরতি দিয়ে ২০১৫ সালে আবারও মাঠে গড়ায় বিপিএলের তৃতীয় আসর। তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয় মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ১৯ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।