ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

ক্রিকেট

আবাহনীর ম্যাচ দেখতে বিকেএসপিতে পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, জুন ২০, ২০১৬
আবাহনীর ম্যাচ দেখতে বিকেএসপিতে পাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

বিকেএসপি থেকে: প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের ম্যাচ দেখতে এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রিয় দলটির খেলা দেখতে এবার বিকেএসপিতে ছুটে এলেন তিনি।

বিকেএসপির তিন নম্বর মাঠে সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনীর বিপক্ষে লড়ছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

 

বিকেএসপিতে আবাহনীর ম্যাচ মানেই বিতর্ক। এর আগে লিগপর্বে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচে আবাহনীর পক্ষে দুটি বিতর্কিত সিদ্ধান্ত দেন আম্পায়াররা। এরপর সুপার লিগে আবার মুখোমুখি হয় দল দুটি। একটি স্ট্যাম্পিংয়ের আবেদন নাকচ করায় আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণ করেন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। এরপর ম্যাচটা স্থগিত করে দেন আম্পায়াররা। কেন স্থগিত হলো সেটি জানতে বিসিবি চার সদস্যের কমিটি গঠন করেছে। আগামী দুই দিনের মধ্যে বিসিবি সভাপতির কাছে স্থগিত ম্যাচ নিয়ে রিপোর্ট দেবে কমিটি।

আবাহনীর ম্যাচকে ঘিরে বিতর্কের কথা জানেন বোর্ড সভাপতিও। তাইতো আবাহনীর ম্যাচে আসলে কি হয় সেটি স্বচক্ষে দেখতে বিকেএসপিতে চলে এলেন আবাহনী ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ২০ জুন ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।