ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘মাস্ট উইন’ ম্যাচে অধিনায়ক শঙ্কায় ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুন ২২, ২০১৬
‘মাস্ট উইন’ ম্যাচে অধিনায়ক শঙ্কায় ক্যারিবীয়রা ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা জেসন হোল্ডারের খেলা নিয়ে রয়েছে জোরালো সংশয়।

অজিদের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পথটা কঠিনই করে তুলেছে ক্যারিবীয়রা। ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়ার আগে মাত্র দুই ওভার বোলিং করেন হোল্ডার। স্বাগতিকদের ছুঁড়ে দেয়া ২৮৩ রানের লক্ষ্যটা ছয় উইকেট হাতে রেখে আট বল বাকি থাকতেই টপকে যান স্টিভেন স্মিথরা। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচও নিশ্চিত করে অজিরা।

ফাইনালে উঠতে প্রোটিয়াদের বিপক্ষে ক্যারিবীয়দের বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই। সফরকারীদের (১২) সঙ্গে স্বাগতিকদের পয়েন্টের পার্থক্য ৪। নেট রান রেটেও যে তারা বেশ পিছিয়ে। দু’দলের নেট রান রেট যথাক্রমে +০.৬৯৭, -.৯৮৮।

শুক্রবার (২৪ জুন) বার্বাডোজে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে। ফাইনাল ২৬ জুন।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুন ২২, ২০১৬
এমআরএম

** 
ক্যারিবীয়দের হারিয়ে ফাইনালে অজিরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।