ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

ক্রিকেট

প্রধান নির্বাচক নান্নু, ফিরলেন বাশার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, জুন ২২, ২০১৬
প্রধান নির্বাচক নান্নু, ফিরলেন বাশার বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ দলের প্রধান নির্বাচকের পদ থেকে ফারুক আহমেদ পদত্যাগ করায় নিবার্চক প্যানেলের সদস্য মিনহাজুল আবেদিন নান্নুকে প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছে বিসিবি। এছাড়া হাবিবুল বাশার সুমনকে ফিরিয়ে আনা হয়েছে নির্বাচক প্যানেলে।

বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলন করে এ ঘোষনা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত রোববার দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি অনুমোদন দেয় বিসিবি।   বিষয়টা মেনে নিতে পারেননি প্রধান নির্বাচক ফারুক আহমেদ। মূলত দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠন করার প্রতিবাদেই ফারুক পদত্যাগের ঘোষণা দেন।

দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি ঘোষনার দিন নির্বাচক প্যানেল থেকে হাবিবুল বাশারকে সরিয়ে দেয়া হয় জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে। দুই দিনের মাথায় আবার সিদ্ধান্ত বদল করলো বিসিবি।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২২ জুন, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।