ঢাকা: মাঠ ও মাঠের বাইরের অনেক বিতর্ককে সঙ্গী করে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০১৫-১৬ মৌসুম। তিন মৌসুম পর চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, টানা দ্বিতীয়বার রানার্সআপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন বেশিরভাগ ক্রিকেটারই। তরুণরাও নজর কেড়েছেন দারুণভাবে। নির্বাচকদের চোখে ‘বাতিল’ বলে গন্য হওয়া বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার পারফর্ম করে নিজেদের খুঁজে পেয়েছেন নতুন করে। তবে জাতীয় দলে খেলেছেন কিংবা খেলছেন এমন কয়েকজন ক্রিকেটার মান অনুযায়ী পারফর্ম করতে পারেননি। যাদের মধ্যে অন্যতম সৌম্য সরকার, রনি তালুকদার, ইলিয়াস সানি, জহুরুল ইসলাম অমি, জিয়াউর রহমানরা। দেখে নেওয়া যা, কেমন ছিল এবারের লিগে তাদের পারফরম্যান্স।
সৌম্য সরকার (লিজেন্ডস অব রূপগঞ্জ): গেল প্রিমিয়ার লিগটা দারুণ কেটেছিল বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের। খেলেছিলেন শিরোপাজয়ী দল প্রাইম ব্যাংকে। ১৫ ম্যাচে ৪১.০০ গড়ে করেছিলেন ৬১৫ রান। তার ব্যাট থেকে একটি সেঞ্চুরি ও চারটি ফিফটি এসেছিল। প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েই জায়গা পেয়েছিলেন ২০১৫ বিশ্বকাপের স্কোয়াডে। সেই সৌম্য সরকার এবারের লিগে বিবর্ন। ১৫ ম্যাচে ২৩. ২৬ গড়ে করেছেন মাত্র ৩৪৯ রান। সেঞ্চুরি নেই, ফিফটি মাত্র একটি।
রনি তালুকদার (প্রাইম দোলেশ্বর): গত প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্কোরার ছিলেন রনি তালুকদার। দুই সেঞ্চুরি আর তিন ফিফটিতে করেছিলেন ৭১৪ রান। এরপর বাংলাদেশ দলের স্কোয়াডে নিয়মিত দেখা যায় এ ডানহাতি ব্যাটসম্যানকে। তবে সুযোগ পান কেবল একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার। গতবারের এই পারফরমারকে ‘রিটেইন’ প্লেয়ার হিসেবে এবারের লিগে রেখে দিয়েছিল দোলেশ্বর। কিন্তু নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি তিনি। ১৪ ম্যাচে করেছেন ২১২ রান। ফিফটির দেখাও পাননি! সর্বোচ্চ রান ৪৭।
ইলিয়াস সানি (গাজী গ্রুপ ক্রিকেটার্স): গত লিগের সর্বোচ্চ উইকেট শিকারি এবারের লিগে উইকেট শূন্য! চার ম্যাচের তিন ইনিংসে বল করে একটি উইকেটও শিকার করতে পারেননি বাঁহাতি এ স্পিনার। ইনজুরির কারণে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। প্রাইম দোলেশ্বরের হয়ে গত লিগে ১৬ ম্যাচে ৩১ উইকেট নিয়ে হয়েছিলেন লিগের সেরা বোলার।
জহুরুল ইসলাম অমি (লিজেন্ডস অব রূপগঞ্জ): গতবারের লিগে দাপট দেখানোয় লিজেন্ডস অব রূপগঞ্জ ‘রিটেইন’ প্লেয়ার হিসেবে রেখে দেয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমিকে। গত লিগে ১৬ ম্যাচে পাঁচ ফিফটিতে ৫৫২ রান করা জহরুল কোনোমতে পার করলেন এবারের লিগ। পাঁচ ম্যাচ খেলে করেছেন মাত্র ২২ রান! যার মধ্যে সর্বোচ্চ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৯ রানের ইনিংসটি। চোটাক্রান্ত জহুরুলের ক্যারিয়ারের সবচেয়ে বড় দুঃসময় হয়তো এখনই।
জিয়াউর রহমান (প্রাইম দোলেশ্বর): বাংলাদেশ দলের হয়ে ১৩টি ওয়ানডে খেলা জিয়াউর রহমান প্রিমিয়ার লিগে ভালো করার মধ্যদিয়ে আবার জাতীয় দলে ফেরার মনছবি দেখেছিলেন। লিগ শুরু হতেই ঘাড়ের ইনজুরি থেকে মু্ক্তি পান খুলনার এ ক্রিকেটার। কিন্ত লিগে যা পারফরম্যান্স করলেন তাতে আবার বুঝি হতাশার দিন শুরু হলো জিয়ার। এবারের লিগে ১০ ম্যাচে ৬ ইনিংস ব্যাট করে তার রান মাত্র ৬২। সর্বোচ্চ রানের ইনিংস ২১ (নট আউট)। নামের পাশে যা বড্ড বেমানান!
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ২৪ জুন ২০১৬
এসকে/এমআরপি