ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গাঙ্গুলি চাননি শাস্ত্রীকে?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
গাঙ্গুলি চাননি শাস্ত্রীকে? ছবি:সংগৃহীত

ঢাকা: ভারতীয় জাতীয় দলের কোচ পদে ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন সাবেক গ্রেট স্পিনার অনিল কুম্বলে। তবে সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার হেড স্যার হতে না পেরে হতাশা ব্যক্ত করেছিলেন রবি শাস্ত্রী।

এ ব্যাপারে উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলিকে পরোক্ষভাবে দায়ী করলেন সাবেক টিম ইন্ডিয়ার এই ডিরেক্টর।

কোচ পদে ৫৭ জন প্রার্থীর মধ্যে কুম্বলে, শাস্ত্রী ও টম মুডি ছিলেন ওপরের সারিতে। আর কোচ বাছাইয়ে মূল ভূমিকায় ছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণ। কিন্তু ভারতীয় কোচ না হতে পেরে শাস্ত্রী জানান, তার সাক্ষা‍ৎকারের সময় সৌরভ উপস্থিত ছিলেন না।

শাস্ত্রী জানান, ‘আমার সাক্ষাৎকার গ্রহণের সময় গাঙ্গুলি উপস্থিত ছিলেন না। তার সঙ্গে আমার কি সমস্যা আমি জানি না। আর গত সপ্তাহের ব্যাপারটিই আমাকে হতাশায় পোড়াচ্ছে। ’

শাস্ত্রী ১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন। এ সময় তিনি ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে ম্যাচ খেলেন। ২০১৪ সাল থেকে তিনি ভারতীয় দলে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, বিসিসিআইয়ের একটি সূত্র থেকে জানানো হয়, শাস্ত্রীর থেকে কুম্বলে এবং টম মুডিকেই বেশি পছন্দ করেছিলেন ভারতের টেস্ট দলপতি বিরাট কোহলি। তার রেফারেন্সেই কুম্বলেকে প্রধান কোচের পদ দেওয়া হয়। সেখানে যুক্তি ছিল দেশের বাইরে কোনো টেস্ট ম্যাচে কুম্বলেই পারবেন দলের স্পিন শক্তি বাড়াতে। কুম্বলেকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ২৮ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।