ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গার সেরা একাদশে নেই শচীন-ইমরান-ভিভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
সাঙ্গার সেরা একাদশে নেই শচীন-ইমরান-ভিভ

ঢাকা: সর্বকালের সেরা ক্রিকেট একাদশ সাজিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকার। লঙ্কান এই কিংবদন্তির সেরা একাদশে নেই শচীন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস, ব্রাডম্যান, কোর্টনি ওয়ালস, গ্রায়েম স্মিথ, কার্টলি অ্যামব্রোস, ইমরান খান, সুনীল গাভাস্কার, ওয়াকার ইউনুসদের মতো কিংবদন্তিরা।

 

সাঙ্গার সাজানো সেরা একাদশে ভারত-পাকিস্তানের একজন করে থাকলেও নিজ দেশ শ্রীলঙ্কান ক্রিকেটারদের আধিক্য দেখা যায়।

নিজ দেশ থেকে সাঙ্গা রেখেছেন ডি সিলভা, মুত্তিয়া মুরালিধরন আর চামিন্দা ভাসকে। তার একাদশের ওপেনার হিসেবে শচীনের জায়গা না হলেও রয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন এবং ভারতের দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়। তিন নম্বরে ব্যাট হাতে সাঙ্গার দলে নামবেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা।

ব্যাটিং পজিশন সাজাতে সাঙ্গাকারা চার থেকে সাত নম্বরে রেখেছেন অজিদের সাবেক দলপতি রিকি পন্টিং, শ্রীলঙ্কার ডি সিলভা, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস আর অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে।

সাঙ্গাকারার দলে স্পিনার হিসেবে রয়েছেন সর্বকালের সেরা দুই স্পিনার শেন ওয়ার্ন এবং মুত্তিয়া মুরালিধরন। আর পেস বোলার হিসেবে রয়েছেন পাকিস্তানের সুলতান অব সুইং খ্যাত ওয়াসিম আকরাম। এছাড়া, পেসার হিসেবে ভাসকে রেখেছেন লঙ্কান এই গ্রেট। তবে, ভাসের পরিবর্তে পেসার হিসেবে অজি তারকা গ্লেন ম্যাকগ্রাকেও রাখা যেতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২৮ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।