ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

“ঈদের দিন মা’কে ভীষন মিস করি”

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
“ঈদের দিন মা’কে ভীষন মিস করি” ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: ঈদ সবার জন্য আনন্দ নিয়ে আসে। ক্রিকেটার রকিবুল হাসানের কাছে ঈদ মানে মা’কে ভীষন রকমের মিস করা।

চার ভাই, পাঁচ বোনের বড় সংসার রকিবুলদের। সবাই থাকেন একসঙ্গে। নেই কেবল সবার প্রিয় মা।

তিন বছর হলো গত হয়েছেন রকিবুলের মা। তাই আনন্দের (ঈদ) দিনটিতে মায়ের স্মৃতিগুলো ভেসে ওঠে।   মনের মাঝে  তৈরি হয় শূন্যতা।   ঈদের প্রসঙ্গ তুলতেই সবার আগে মায়ের প্রসঙ্গ টানলেন রকিবুল হাসান, ‘ভাই-বোনেরা আছেন, বাবাও আছেন। আম্মাকে খুব মিস করি। আম্মা মারা গেছেন তিন বছর হলো। খুব মিস করি আসলে আম্মাকে। চার ভাই, পাঁচ বোন আমরা। বড় ফ্যামিলি, সবাই একসাথেই থাকি। সবার মধ্যমনি ছিলেন আমাদের মা-ই। ’

ঈদ সচরাচর জামালপুরেই করেন রকিবুল। ঈদের দিন পুরো সময়টা পরিবারের সঙ্গেই কাটান। বিকেলে শহরের দেওয়ানপাড়ার বকুলতলায় জমে বন্ধুদের সঙ্গে আড্ডা। এবারও তেমনটাই হবে, ‘বন্ধু-বান্ধবের সঙ্গে বছরে দুই-একবার ঈদ উপলক্ষেই মিলিত হতে পারি। কয়েকজন ঢাকায় থাকে, যারা কর্মজীবনে চলে গেছে। ঈদে বাল্যকালের বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটে। নামাজ পড়ে বাসাতেই থাকি। আত্মীয়-স্বজনরা আসেন। বিকেলে গল্প-গুজব চলে। বকুলতলায় বসা হয়। এখন তো বর্ষাকাল, ব্রক্ষপুত্র নদীতে ঘুরতে যাওয়া হতে পারে। ’

রকিবুলদের দুই বাড়ি পরেই জাতীয় দলের ক্রিকেটার জুবায়ের হোসেন লিখনের বাড়ি। ঈদে জুবায়েরের সঙ্গে কুশল বিনিময় করা হয় রকিবুলের, ‘পাশাপাশিই আমাদের বাসা। আমাদের চোখের সামনে ও (জুবায়ের) বড় হয়েছে। ওর জন্য শুভকামনা। বাড়িতে ওর সাথে দেখা হবে, আড্ডা হবে। ’

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে সর্বোচ্চ রান-সংগ্রাহক হয়েছেন জাতীয় দলের এক সময়কার নিয়মিত মুখ রকিবুল হাসান। বর্তমান জাতীয় দলের সকল ক্রিকেটারকে টপকে ৭১৯ রান নিয়ে লিগের সেরা ব্যাটসম্যান হয়েছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের এ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল হচ্ছেন রকিবুল। মনের মাঝে নতুন করে জমাট হওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে স্বপ্নের ঠিকানা জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে চমক জাগিয়েই ফিরেছেন ২৮ বছর বয়সী এ ক্রিকেটার। তাই, ঈদের সঙ্গে যোগ হচ্ছে আনন্দের নতুন মাত্রা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৬
এসকে/এমআরপি
**
ঈদে পরিবারকেই বেশি সময় দেবেন মুমিনুল
** ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন-১ম পর্ব
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।