ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সিরিজের আগে শুরু হচ্ছে বিসিএল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, জুলাই ১৬, ২০১৬
ইংল্যান্ড সিরিজের আগে শুরু হচ্ছে বিসিএল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)পঞ্চম আসর শুরু হচ্ছে আগামী ২০ আগস্ট থেকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান শনিবার (১৬ জুলাই) সংবাদমাধ্যমকে এ কথা জানান।

বিসিএল দিয়ে শুরু হচ্ছে ২০১৬-১৭ ক্রিকেট মৌসুম। বিসিএলের চতুর্থ আসর শেষ হয়েছিল চলতি বছরের মার্চে। ৬ মাস না পেরুতেই বিসিএল আয়োজনের লক্ষ্য ইংল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করে তোলা।

এ ব্যাপারে আকরাম খান বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আমরা বিসিএলের কিছু ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। সম্ভবত ২০ আগস্ট থেকেই বিসিএল শুরু হবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে আমাদের খেলোয়াড়রা যদি খেলতে পারে, তাতে ছেলেদের আত্মবিশ্বাসের লেভেলটা উঁচুতেই থাকবে। ’

বিসিএলের চতুর্থ আসরে ডাবল লিগ পদ্ধতিতে অংশ নেয় চারটি দল। ইসলামী ব্যাংক ইস্ট জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন, ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। চ্যাম্পিয়ন হয় ওয়ালটন সেন্ট্রাল জোন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।