ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চালকের আসনে ইংল্যান্ড, পরাজয়ের শঙ্কায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৭, জুলাই ২৫, ২০১৬
চালকের আসনে ইংল্যান্ড, পরাজয়ের শঙ্কায় পাকিস্তান

ঢাকা: ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিক ইংল্যান্ড। সফরকারী পাকিস্তানের থেকে ৪৮৯ রানে এগিয়ে রয়েছে ইংলিশরা।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৫৮৯ রান। স্বাগতিকদের ইনিংস ঘোষণার পর নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯৮ রান তুলেই গুটিয়ে যায়। বিশাল লিড নিয়ে আবারো ব্যাটিংয়ে নামে ইংলিশরা। এক উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষে স্বাগতিকদের স্কোরবোর্ডে জমা হয়েছে আরও ৯৮ রান। ফলে, মিসবাহ উল হকের দলের বিপক্ষে দুই দিন হাতে রেখেই অ্যালিস্টার কুকের দল ৪৮৯ রান এগিয়ে।

প্রথম ইনিংসে জো রুটের অনবদ্য ২৫৪ আর দলপতি কুকের ১০৫ রানের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ক্রিস ওকস ৫৮, জনি বেয়ারস্টো ৫৮ আর বেন স্টোকস করেন ৩৪ রান। ৫৮৯ রানের পাহাড়ে দাঁড়িয়ে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।
 
প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ তিনটি উইকেট লাভ করেন। এছাড়া, দুটি করে উইকেট তুলে নেন মোহাম্মদ আমির এবং রাহাত আলি।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকে পাকিস্তান। ওপেনার মোহাম্মদ হাফিজ ১৮ আর শান মাসুদ ৩৯ রান করে ফেরেন। আজাহার আলি ১, ইউনিস খান ১, রাহাত আলি ৪, আসাদ শফিক ৪, ইয়াসির শাহ ১, মোহাম্মদ আমির ৯ রান করেন। প্রায় দুইশো রানের কাছে যেতে দলপতি মিসবাহ করেন ৫২ রান। এছাড়া, সরফরাজ ১৬ ও ওয়াহাব রিয়াজ ৩৯ রান করেন।

ইংলিশদের হয়ে ক্রিস ওকস চারটি, মঈন আলি এবং বেন স্টোকস দুটি করে উইকেট তুলে নেন। আন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড একটি করে উইকেট দখল করেন।

এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলস মোহাম্মদ আমিরের বলে বিদায় নেওয়ার আগে করেন ২৪ রান। আরেক ওপেনার কুক ৪৯ এবং তিন নম্বরে নামা জো রুট ২৩ রান নিয়ে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।