ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজ খেলতে আসছে আফগানরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, আগস্ট ২৮, ২০১৬
ওয়ানডে সিরিজ খেলতে আসছে আফগানরা

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন  গুলশানে তার নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ খবর নিশ্চিত করেন।

ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা থাকায় অন্য কোনো একটি দলের সঙ্গে আলোচনা এগিয়ে রেখেছিল বিসিবি। তারই অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। সব ঠিক থাকলে ইংল্যান্ডের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল।

আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে আফগানিস্তান। ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই দিবারাত্রির, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে মিরপুরে অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৬
এমআরপি/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।