ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড সিরিজের আগেই ফিরবেন তামিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, আগস্ট ২৯, ২০১৬
ইংল্যান্ড সিরিজের আগেই ফিরবেন তামিম তামিম ইকবাল-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই তামিম ইকবাল পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। শনিবার (২৭ আগস্ট) ফিল্ডিং অনুশীলনের সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পান তামিম।

পরদিন এক্স-রে করানো হলে আঙ্গুলে চিড় ধরা পড়ে।
 
বায়েজিদুল ইসলাম খান জানান, ‘আমি আশাবাদী ইংল্যান্ড সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবে তামিম। এ ধরণের ইনজুরি থেকে সেরে উঠতে তিন-চার সপ্তাহ সময় লাগে। চার সপ্তাহের মধ্যে ব্যাটও হাতে নিতে পারবে। ’  
 
ইংল্যান্ড আসবে আগামী ৩০ সেপ্টেম্বর। তার আগে তিন ম্যাচের ওয়ানডের সিরিজ খেলতে আসছে আফগানিস্তান। এ অবস্থায় বাংলাদেশের বাঁহাতি ওপেনারের চোট দুঃসংবাদই বটে। আগামী ১৭ সেপ্টেম্বর তামিমের আঙুলের অবস্থা আরেকবার পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। তার আগে করানো হতে পারে এমআরআই।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।