ঢাকা: স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার শহীদ আফ্রিদিকে ছাড়াই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়।
পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম উল হকের অধীনে বোর্ডের নির্বাচক কমিটি আর টিম ম্যানেজমেন্ট এই স্কোয়াড ঘোষণা করে। যেখানে রাখা হয়নি আফ্রিদিকে। দলের অধিনায়ক হিসেবে রয়েছেন সরফরাজ খান।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সমালোচিত হওয়া আফ্রিদি দলের নেতৃত্ব ছেড়ে দেন। এরপর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও তিনি বাদ পড়েন। তবে, দেশটির হয়ে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়ে রেখেছিলেন এই সিনিয়র অলরাউন্ডার। কিন্তু, তার কথায় কান দেননি ইনজামাম।
বোর্ডের একটি সূত্র জানায়, ফিটনেস না থাকার কারণে আফ্রিদিকে স্কোয়াডে রাখা হয়নি। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে আর ৯৮ টি-টোয়েন্টি খেলা শহীদ আফ্রিদিকে এখন অপেক্ষায় থাকতে হবে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের আগ পর্যন্ত।
আফ্রিদির সঙ্গে বাদ পড়েছেন উমর আকমল এবং আহমেদ শেহজাদও। শৃঙ্খলা ভঙ্গের কারণে স্কোয়াডে রাখা হয়নি তাদের।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে আগামী ০৭ সেপ্টেম্বর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড-পাকিস্তান।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), খালিদ লতিফ, শারজিল খান, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, মুহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীর এবং আম্মাদ বাট।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি