ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টানা চতুর্থ ম্যাচে পাকিস্তানের পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৯, সেপ্টেম্বর ২, ২০১৬
টানা চতুর্থ ম্যাচে পাকিস্তানের পরাজয়

ঢাকা: পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচেও হেরেছে সফরকারী পাকিস্তান। হেডেংলিতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ৪-০ তে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড।


 
আগে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ২৪৭ রান সংগ্রহ করে। জবাবে, ৬ উইকেট হারানো ইংলিশরা ৪৮ ওভার ব্যাট করেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
 
পাকিস্তানের হয়ে ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন দলপতি আজাহার আলি। ওপেনার সামি আসলামের ব্যাট থেকে আসে ২৪ রান। আরেক ওপেনার শারজিল খান করেন ১৬ রান। ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান।
 
ইংলিশদের হয়ে তিনটি উইকেট তুলে নেন আদিল রশিদ। এছাড়া, দুটি করে উইকেট নেন ক্রিস জর্ডান এবং মঈন আলি।
 
২৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ইংলিশ ওপেনার জেসন রয় ১৪ আর অ্যালেক্স হেলস ব্যক্তিগত ৮ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা জো রুট করেন ৩০ রান। ১১ রান আসে দলপতি ইয়ন মরগানের ব্যাট থেকে। বেন স্টোকস ৭০ বলে ৬টি চার আর দুটি ছক্কায় করেন ৬৯ রান। আর জনি বেয়ারস্টো রান আউট হওয়ার আগে করেন ৬১ রান। এছাড়া, ৪৮ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন মঈন আলি।
 
দুই ওভা হাতে রেখে লক্ষ্যে পৌঁছে ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইরফান দুটি উইকেট দখল করেন। একটি করে উইকেট তুলে নেন উমর গুল, ইমাদ ওয়াসিম আর হাসান আলি।
 
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ