ঢাকা: গত বছর আর্থার মরিসের (৯৩) মৃত্যুর পর অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে বেঁচে ছিলেন লেন ম্যাডকস। এবার তিনিও না ফেরার দেশে চলে গেলেন।
ম্যাডকসের প্রয়াণে প্রবীণতম অজি ক্রিকেটার এখন কেন আর্চার। ষাটের দশকে ৮৮ বছর বয়সী এ সাবেক ওপেনার পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছিলেন।
খেলোয়াড়ী জীবনে সাতটি টেস্ট খেলেছিলেন ম্যাডকস। ১৯৫৫ সালের জানুয়ারিতে হোমগ্রাউন্ড মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। পরের বছর মুম্বাইয়ে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের পর তাকে আর অজি দলে দেখা যায়নি।
একাদশে সীমিত সুযোগ পেলেও জাতীয় দলের সঙ্গে অনেক ট্যুরে গিয়েছিলেন ম্যাডকস। ওই সময়টায় তিনি অজিদের নিয়মিত উইকেটরক্ষক প্রয়াত গিল ল্যাংলির পর দ্বিতীয় পছন্দ ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
এমআরএম