ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

কক্সবাজারে রফিক-সুজনদের ‘ঢাকার পোলা’ (ভিডিও)

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, সেপ্টেম্বর ২, ২০১৬
কক্সবাজারে রফিক-সুজনদের ‘ঢাকার পোলা’ (ভিডিও) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে: সাগরপাড়ে হাট বসেছে সাবেক ক্রিকেটারদের। ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ কক্সবাজারে একত্রিত করেছে ৯০ জন সাবেক ক্রিকেটারকে।

মাঠের খেলা উপভোগের চেয়ে বাইরের বিষয়গুলো নিয়েই আনন্দটা বেশি হচ্ছে এখানে। মিলনমেলার উপলক্ষ পেয়ে ক্রিকেটাররা মেতেছেন দুরন্তপনায়।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) কক্সাবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কা-বাংলা অলস্টারসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনিংস বিরতির পর ঢাকা মেট্রোর ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিকরা ফিল্ডিংয়ে নামেন ব্যতিক্রমী ঢংয়ে।

নাচ-গানে বিনোদিত করেন দর্শকদের। ক্রিকেটারদের দুরন্তপনার এ দৃশ্য ধরা পড়ে বাংলানিউজের ক্যামেরায়।

ইনিংস বিরতি শেষে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে বাউন্ডারি সীমানায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান দলের সব ক্রিকেটার। সাউন্ড সিস্টেমে সুজনের অনুরোধে বেজে উঠে ‘ঢাকার পোলা’ গানটি। গানের তালে শুরু হয় নাচ। সুজন-রফিকদের সঙ্গে নিয়ামুর রশীদ রাহুল, নাসির আহমেদ নাসু, সাব্বির খান শাফিনরা সমুদ্রপাড়ে মেতে উঠেন অন্যরকম আনন্দে।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০২ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ